প্রিমিয়াম মোটরসাইকেল তৈরিতে বিশ্বের দরবারে কাওয়াসাকির (Kawasaki) প্রশংসনীয় হাতযশ। ভারতেও সেই রেশ নজরে পড়ে। প্রিমিয়াম বাইক ভালোবাসেন এমন দেশীয় ক্রেতাদের উন্মাদনা বাড়িয়ে সংস্থা লঞ্চ করল একজোড়া মডেল। এগুলি হল – 2025 Kawasaki Z H2 ও Z H2 SE। মডেলদ্বয়ের দামে পরিবর্তন এনেছে কাওয়াসাকি। বৈশিষ্ট্যের দিক থেকে SE ভার্সনটি অধিক সমৃদ্ধ। এতে প্রিমিয়াম হার্ডওয়্যারের পরিমাণও বেশি।
টাটা দিচ্ছে গাড়িতে 2.75 লাখ টাকা ডিসকাউন্ট, সুযোগ হাতছাড়া হওয়ার আগেই কিনুন
২০২৫ সুপারচার্জড হাইপারনেকেড Z H2 SE মডেলটি বেশ কয়েকটি আকর্ষণীয় রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – মেটালিক ম্যাট গ্রাফিনস্টিল গ্রে/মিরর কোটেড ব্ল্যাক। যেখানে বাইকটির স্ট্যান্ডার্ড মডেলে উপলব্ধ এমেরাল্ড ব্লেজড গ্রিন/মেটালিক ম্যাট গ্রাফিনস্টিল গ্রে/মেটালিক ডায়াব্লো ব্ল্যাক মেশিন।
Kawasaki Z H2 এবং Z H2 SE স্পেসিফিকেশন
Kawasaki-র দুই মোটরবাইকেই রয়েছে ৯৯৮ সিসি ইন-লাইন ফোর সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে ১১,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার এবং ৮,৫০০ আরপিএমে ১৩৭ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার, স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ এবং সংস্থার নিজস্ব কুইকশিফটার। যা ২,৫০০ আরপিএমের পর সক্রিয় হবে।
একবার সম্পূর্ণ চার্জে 100 কিমি পার, বাজারে এল ‘সস্তায় পুষ্টিকর’ ই-স্কুটার
মজবুত এবং টেকসই স্টিল দ্বারা তৈরি দুই বাইকের হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনে স্প্রিং প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি সাসপেনশন এবং পিছনে গ্যাস চার্জ শক অ্যাবজর্বার সাসপেনশন উপস্থিত। অন্যদিকে, কাওয়াসাকি SE মডেলে পাওয়া যাবে Showa এর স্কাইহুক প্রযুক্তি ভিত্তিক কাওয়াসাকি ইলেকট্রনিক কন্ট্রোল সাসপেনশন। দুই বাইকের দু’চাকাতেই রয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
Kawasaki Z H2 এবং Z H2 SE দাম
Z H2 এবং Z H2 SE বাইকের দাম যথাক্রমে ২৪.১৮ লক্ষ ও ২৮.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে Kawasaki। মোটরসাইকেল দুটির বিষয়ে আরও খুঁটিনাটি জানার থাকলে সংস্থার নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।
প্রসঙ্গত, বেশ কয়েকটি বাইকের উপর ডিসকাউন্ট চালু করেছে কাওয়াসাকি। ছাড়ের তালিকায় রয়েছে Ninja 650, Ninja 500 এবং Ninja 300। এগুলিতে যথাক্রমে ৩৫,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।