মাত্র ২,৪৯৯ টাকায় ওয়ারেন্টি বাড়িয়ে নিন ৭ বছর! Kawasaki KLX 230 এখন আরও সাশ্রয়ী

ভারতীয় বাইকপ্রেমীদের জন্য দারুণ সুখবর এনেছে Kawasaki। কোম্পানিটি তাদের জনপ্রিয় অফ-রোড বাইক Kawasaki KLX 230-এর জন্য নিয়ে এসেছে নতুন এক আকর্ষণীয় অফার। এবার থেকে এই…

Kawasaki KLX 230

ভারতীয় বাইকপ্রেমীদের জন্য দারুণ সুখবর এনেছে Kawasaki। কোম্পানিটি তাদের জনপ্রিয় অফ-রোড বাইক Kawasaki KLX 230-এর জন্য নিয়ে এসেছে নতুন এক আকর্ষণীয় অফার। এবার থেকে এই মোটরসাইকেলের ক্রেতারা মাত্র ২,৪৯৯ টাকায় ৭ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি সুবিধা পাবেন। এটি বাইকটির স্ট্যান্ডার্ড ৩ বছরের ওয়ারেন্টির সঙ্গে যোগ হয়ে মোট ১০ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি কভারেজ দেবে।

Advertisements

Kawasaki KLX 230: দীর্ঘমেয়াদি নিশ্চিন্ত রাইডিংয়ের আশ্বাস

Kawasaki-র এই পদক্ষেপ নিঃসন্দেহে বাইকপ্রেমীদের জন্য বড় স্বস্তির বিষয়। দীর্ঘ সময় ধরে বাইক ব্যবহারের ক্ষেত্রে ইঞ্জিন ও গিয়ারবক্স সংক্রান্ত সমস্যায় ক্রেতারা সাধারণত সবচেয়ে বেশি চিন্তায় থাকেন। কিন্তু নতুন এই এক্সটেন্ডেড ওয়ারেন্টির আওতায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে। এই ওয়ারেন্টি মূলত ইঞ্জিন ও গিয়ারবক্স কম্পোনেন্টস কভার করবে, ফলে দীর্ঘমেয়াদে বাইকের পারফরম্যান্স নিয়ে আর বিশেষ ভাবনা থাকবে না।

Advertisements

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে Kawasaki তাদের KLX 230-এর প্রোডাকশন বেস ভারতে স্থানান্তর করে। এর ফলে বাইকটির দাম এক ধাক্কায় প্রায় ১.৩০ লক্ষ টাকা কমে যায়। এরপর GST হ্রাস পাওয়ায় বাইকটি আরও সাশ্রয়ী হয়ে বর্তমানে এক্স-শোরুম দামে পাওয়া যাচ্ছে ১.৮৪ লক্ষ টাকায়।

অফ-রোডিংয়ের জন্য পারফেক্ট চয়েস

কাওয়াসাকি কেএলএক্স ২৩০ এমন এক মোটরসাইকেল যা মূলত অফ-রোডিং প্রেমীদের জন্য তৈরি। তবে চাইলে এটি শহুরে যাতায়াতের কাজেও ব্যবহার করা যায়। এর কার্ব ওজন মাত্র ১৩৯ কেজি, যা বাইকটিকে হালকা ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। এই বাইকে ব্যবহার করা হয়েছে একটি ২৩৩ সিসি এয়ার-কুলড ইঞ্জিন, যা শক্তিশালী লো-এন্ড টর্ক প্রদান করে। ফলে দুর্গম পাহাড়ি বা কাদা মাটির পথে রাইডিং করার সময়ও বাইকটি সহজেই এগিয়ে চলে।

Also Read: ফ্লিপকার্ট দিওয়ালি সেলে মাত্র ২৪,৯৯৯ টাকায় মিলছে Realme 14 Pro 5G, সঙ্গে দারুণ সব অফার

সাসপেনশন ও রাইডিং ফিচারস

অফ-রোড বাইক হিসেবে KLX 230 এসেছে লং-ট্রাভেল সাসপেনশন, ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৮ ইঞ্চি রিয়ার স্পোক হুইল, এবং ২৫৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ। এই সব ফিচার মিলিয়ে এটি অফ-রোড ট্রেইলের জন্য আদর্শ। তবে বাইকটির ছোট ফুয়েল ট্যাঙ্ক ও পাতলা সিট ডিজাইন দীর্ঘ সময় রাইডিংয়ে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে।

দামের দিক থেকে আরও প্রতিযোগিতামূলক

আগে যেখানে কাওয়াসাকি কেএলএক্স ২৩০ বাইকটি অনেকের নাগালের বাইরে ছিল, সেখানে এখন এটি অনেক বেশি অ্যাক্সেসিবল ও ভ্যালু-ফর-মানি পণ্য হয়ে উঠেছে। কোম্পানির এই মূল্যছাড় ও ওয়ারেন্টি পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে, তারা ভারতীয় বাজারে এই মডেলকে জনপ্রিয় করতে বদ্ধপরিকর।

যারা একটি নির্ভরযোগ্য, হালকা ও শক্তিশালী অফ-রোড মোটরসাইকেল খুঁজছেন, তাদের জন্য Kawasaki KLX 230 নিঃসন্দেহে একটি অসাধারণ বিকল্প। এখন মাত্র ২,৪৯৯ টাকায় ৭ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি যুক্ত হওয়ায় এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। দীর্ঘ মেয়াদি নিশ্চিন্ত রাইডিং অভিজ্ঞতা পেতে এখনই এই অফারটি গ্রহণ করার সময়—কারণ এমন সুযোগ বারবার আসে না।