গাড়ির দাম ৩ কোটি, নতুন Range Rover SUV কিনলেন ক্যাটরিনা

বলি তারকা মাত্রেই গাড়ির প্রতি অগাদ ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে ‘গ্ল্যামার কুইন’ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) প্রথম সারিতে রয়েছেন। অভিনেত্রীর গাড়ির সংগ্রহ দেখলে তাজ্জব…

Katrina Kaif buys Range Rover SUV

short-samachar

বলি তারকা মাত্রেই গাড়ির প্রতি অগাদ ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে ‘গ্ল্যামার কুইন’ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) প্রথম সারিতে রয়েছেন। অভিনেত্রীর গাড়ির সংগ্রহ দেখলে তাজ্জব হতে হয়। তবে চার চাকার প্রতি তীব্র ভালোবাসা থেকে ফের একটি ঝাঁ চকচকে মডেল কিনে বসলেন ক্যাট। বলি সুন্দরীর সংগ্রহের গাড়ি তালিকায় যোগ হল আরও এক রেঞ্জ রোভার এসইউভি (Range Rover SUV)।

   

অনাড়ম্বরে বিয়ে সারবেন নাগা চৈতন্য ও শোভিতা? কেমন হবে জানালেন নাগার্জুন

এবারে ক্যাটরিনা (Katrina Kaif) Range Rover LWB Autobiography এডিশন মডেলটি কিনেছেন। এই গাড়ি বলি তারকাদের মধ্যে অতি জনপ্রিয়। ভারতে এই গাড়ির দাম প্রায় ৩ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে মুম্বাই এয়ারপোর্টে তাঁকে এই গাড়ি থেকে নামতে দেখা গেছে। উল্লেখ্য, এটি ক্যাটের দ্বিতীয় রেঞ্জ রোভার। আবার তাঁর অভিনেতা স্বামী ভিকি কৌশল এই একই গাড়ি ব্যবহার করেন। সেদিক থেকে দেখলে এটি তাদের পরিবারের তৃতীয় রেঞ্জ রোভার গাড়ি।

Katrina Kaif কিনলেন নতুন Range Rover LWB Autobiography এডিশন

দাম

ক্যাটরিনার (Katrina Kaif) কেনা Range Rover SUV-র দাম পড়েছে ৩ কোটি টাকা (এক্স-শোরুম)। দুধ সাদা রঙের এই গাড়ির নম্বর ৮৮২২। মজার বিষয়, তাঁর আগের রেঞ্জ রোভারেও এই একই রেজিস্ট্রেশন নম্বর বর্তমান। চার বছর আগের কেনা তার গাড়িটির দাম পড়েছিল ২.৩০ কোটি টাকা। জানিয়ে রাখি, ক্যাট ছাড়াও এই এসইউভি ব্যবহার করেন এমন তারকাদের মধ্যে রয়েছেন – জাহ্নবী কাপুর এবং অনন্যা পান্ডে।

কী রয়েছে এই গাড়িতে?

ল্যান্ড রোভার তাদের প্রিমিয়াম এসইউভি রেঞ্জ রোভারকে এমনভাবে তৈরি করেছে, যা শক্তিশালী পারফরম্যান্স এবং বিলাসবহুল অভিজ্ঞতার এক অনন্য সংমিশ্রণ। বিশেষ করে Range Rover LWB Autobiography এডিশন একটি অত্যাধুনিক মডেল। যা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ইঞ্জিনের জন্য সবার নজর কেড়েছে।

Range Rover LWB Autobiography এডিশনে রয়েছে একটি 3.0-লিটার ছয়-সিলিন্ডার ইঞ্জেনিয়াম পেট্রোল ইঞ্জিন, যা একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ইউনিটের সঙ্গে যুক্ত। এই ইঞ্জিনটি 388 bhp শক্তি এবং 550 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটি ঘণ্টায় 242 কিলোমিটার সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে এবং মাত্র ছয় সেকেন্ডের কম সময়ে 0 থেকে 100 কিমি/ঘণ্টা গতি অর্জন করে।

সত্যিই কি তৃতীয় বিয়ে সেরেছেন শ্বেতা তিওয়ারি? কী বললেন বিশাল সিং

এই মডেলের পাশাপাশি রেঞ্জ রোভার আরও দুটি পাওয়ারট্রেন অপশন অফার করে। একটি হল 3.0-লিটার টার্বোচার্জড ছয়-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা 346 bhp শক্তি এবং 700 Nm টর্ক উৎপন্ন করে। শীর্ষ মডেল রেঞ্জ রোভার এসভি একটি 4.4-লিটার V8 টুইন-টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসে, যা 523 bhp শক্তি এবং 750 Nm টর্ক সরবরাহ করতে সক্ষম।

রেঞ্জ রোভার এসইউভির ফিচার তালিকাও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে 13.1-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর সাথে ওয়্যারলেসভাবে কাজ করে। এর ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, পেছনের যাত্রীদের জন্য দুটি 13.1-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং 24-ওয়ে এক্সিকিউটিভ রিয়ার সিটস হিটিং ও কুলিং ফাংশনালিটির সঙ্গে রয়েছে। মেরিডিয়ানের 3D সারাউন্ড সিস্টেম, মাল্টি-জোন স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল এবং একটি প্যানোরামিক সানরুফ গাড়িটির বিলাসিতাকে আরও বাড়িয়ে তোলে।

রেঞ্জ রোভার এসইউভি তার অত্যাধুনিক ইঞ্জিন প্রযুক্তি, অসাধারণ পারফরম্যান্স এবং আরামদায়ক অভিজ্ঞতার জন্য সবার কাছে জনপ্রিয়। যারা শক্তিশালী এবং বিলাসবহুল গাড়ির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার পছন্দ।