বন্ধ মোটরসাইকেল রাইডিং, কার ভয়ে বাইকের থেকে বিমুখ কার্তিক?

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সম্প্রতি তার নতুন ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-এর সাফল্য উদযাপন করছেন। এই অভিনেতা বরাবরই নিজের বিলাসবহুল গাড়ি এবং বাইকপ্রেমের জন্য…

Kartik Aaryan riding bike

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সম্প্রতি তার নতুন ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-এর সাফল্য উদযাপন করছেন। এই অভিনেতা বরাবরই নিজের বিলাসবহুল গাড়ি এবং বাইকপ্রেমের জন্য পরিচিত। যদিও বর্তমানে তিনি মোটরসাইকেল চালানো থেকে নিজেকে সরিয়ে শুধুমাত্র গাড়ি চালানতেই মনোনিবেশ করেছন। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? এর পেছনে রয়েছেন কার্তিকের (Kartik Aaryan) মা।

১৮ বছরের পুরনো “লাকি” গাড়ির সমাধি, গুজরাটের ঘটনায় তাজ্জব গোটা বিশ্ব

মায়ের নির্দেশে বাইকের সঙ্গে দূরত্ব

এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) জানান, ছোট থেকেই তিনি “পেট্রোলহেড” অর্থাৎ ইঞ্জিনের গুরুগম্ভীর আওয়াজ ও গতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তাঁর বিলাসবহুল গাড়ি ও বাইকের কালেকশনও এটাই প্রমাণ করে। কিন্তু, বাইক চালানো তিনি বন্ধ করে দিয়েছেন অনেকদিন আগেই। কার্তিক জানান, তাঁর মা তাঁকে বাইক চালাতে নিষেধ করেছেন কারণ বাইক চালানো নিরাপদ নয়। তাঁর মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের জন্য বাইকে সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণও বটে। 

Hero Karizma XMR 210 নতুন আপগ্রেড সহ বাজারে আসছে, নতুনত্ব বলতে রয়েছে…

কার্তিকের বাইকের সংগ্রহ

Advertisements

কার্তিক আরিয়ানকে তাঁর বিলাসবহুল বাইকে অনেকবার দেখা গেছে। অভিনেতার গ্যারেজে রয়েছে Ducati Scrambler 1100, Royal Enfield Classic এবং Royal Enfield Hunter 350-এর মতো বেশ কিছু মূল্যবান বাইক। তবে, বর্তমানে মায়ের নির্দেশ মেনে বাইক চালানো থেকে নিজেকে দূরে রেখেছেন।

স্টাইলিশ ইলেকট্রিক সাইকেলের খোঁজ করছেন? ৩৫ হাজারের কমে লঞ্চ হল দারুণ মডেল

কার্তিকের গাড়ির সংগ্রহ

বাইক চালানো থেকে দূরে থাকলেও কার্তিকের গাড়ির সংগ্রহ বেশ চমকপ্রদ। তাঁর গ্যারেজে রয়েছে Lamborghini Urus, BMW 5-Series, Mini Cooper, Land Rover Range Rover এবং McLaren GT, যা তাঁকে ভুষণ কুমার উপহার দিয়েছিলেন। কার্তিক আরিয়ান বর্তমানে বিলাসবহুল গাড়ি চালানোতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।