অ্যামাজনে মিলবে Jawa Yezdi বাইক, উৎসবের আবহে শুরু অনলাইনে বিক্রি

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড Jawa Yezdi Motorcycles এবার প্রবেশ করল বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India-তে। কোম্পানি ঘোষণা করেছে যে এখন থেকে তাদের বাইকের…

Jawa Yezdi Motorcycles

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড Jawa Yezdi Motorcycles এবার প্রবেশ করল বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India-তে। কোম্পানি ঘোষণা করেছে যে এখন থেকে তাদের বাইকের সম্পূর্ণ রেঞ্জ অ্যামাজনে কেনা যাবে। প্রাথমিকভাবে দেশের ৪০টি শহরে এই পরিষেবা চালু হয়েছে, এবং আসন্ন উৎসবের মরশুমে তা ১০০টি শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Advertisements

Flipkart-এর পর এবার Amazon-এ Jawa-Yezdi

জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলগুলো প্রথমবার ২০২৩ সালের অক্টোবর মাসে Flipkart-এ লিস্টেড হয়েছিল। সেই উদ্যোগেই কোম্পানি ব্যাপক সাফল্য পেয়েছিল, প্রথম মাসেই রেকর্ড বিক্রি হয়েছিল বাইকগুলির। এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই Amazon-এর সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যান্ডটি।

বিজ্ঞাপন

বর্তমানে Jawa 350, Jawa 42, 42 FJ 350, 42 Bobber, Perak, Yezdi Adventure এবং Yezdi Scrambler মডেলগুলি Amazon এবং Flipkart—দুই প্ল্যাটফর্মেই কেনা যাবে। গ্রাহকেরা এখন বাড়িতে বসেই তাদের পছন্দের বাইক বেছে নিতে পারবেন, সঙ্গে থাকছে একাধিক আকর্ষণীয় আর্থিক সুবিধা ও অফার।

অনলাইনে জাওয়া বা ইয়েজদি মোটরসাইকেল কিনলে গ্রাহকেরা বিভিন্ন EMI প্ল্যান এবং ক্যাশব্যাক অফার-এর সুবিধা পাবেন। অ্যামাজন প্রাইম গ্রাহকরা যদি Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। অন্যদিকে, Flipkart-এ দেওয়া হচ্ছে ২৪ মাসের নো-কস্ট EMI, সঙ্গে ৫ শতাংশ পর্যন্ত (সর্বোচ্চ ৪,০০০ টাকা) ক্যাশব্যাক Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে।

Also Read: নতুন রূপে ফিরছে Hero Mavrick 440, USD ফর্ক ও প্রিমিয়াম লুকে শোভা বাড়াবে

এছাড়াও Flipkart-এ গ্রাহকেরা পাচ্ছেন বিশেষ মোটরসাইকেল ফাইনান্সিং এবং ইনস্যুরেন্স সুবিধা, যা এখন Amazon-এও চালু করার পরিকল্পনা নিচ্ছে কোম্পানি। এই সব অফার অনলাইন কেনাকাটাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছে জাওয়া-ইয়েজদি।

বর্তমানে প্রায় ৪০টি ডিলার এবং ৩০টিরও বেশি শহরে জাওয়া-ইয়েজদির অনলাইন বিক্রয় সক্রিয় রয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও নতুন ডিলার যুক্ত হবে বলে জানিয়েছে কোম্পানি। এই পরিষেবা এখন কার্যকর রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, ওডিশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অসম, মণিপুর, মহারাষ্ট্র ও গুজরাট সহ একাধিক রাজ্যে।

GST ২.০-র পর বড় দামের ছাড়

সম্প্রতি চালু হওয়া GST ২.০ নীতির ফলে ৩৫০ সিসির নিচে ইঞ্জিনযুক্ত বাইকগুলিতে করহার কমে হয়েছে ১৮ শতাংশ। এর ফলেই জাওয়া ও ইয়েজদির সমস্ত মডেলের দাম কমেছে যথেষ্ট পরিমাণে। বিশেষত Yezdi Roadster মডেলটির দাম কমানো হয়েছে প্রায় ১৬,৫০০ টাকা, পাশাপাশি এতে যুক্ত হয়েছে নতুন কম্পোনেন্ট, রিফ্রেশড স্টাইলিং ও অ্যাকসেসরিজ।

অনলাইন বিক্রির নতুন দিগন্ত

Jawa Yezdi Motorcycles-এর এই নতুন পদক্ষেপ শুধু অনলাইন উপস্থিতি বাড়াচ্ছে না, বরং দেশের বাইকপ্রেমীদের জন্যও নিয়ে আসছে এক সহজ ও স্বচ্ছ কেনাকাটার অভিজ্ঞতা। উৎসবের মরশুমে Amazon এবং Flipkart উভয় প্ল্যাটফর্মেই এই ব্র্যান্ডের বিক্রি আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের ফলে ভারতের মোটরসাইকেল মার্কেট অনলাইন বিক্রয়ের এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যেখানে গাড়ি কেনাও এখন হবে এক ক্লিকেই।