Jawa 42 FJ 350 নিয়ে বিরাট ঘোষণা সংস্থার, এখন বুক করলে পুজোয় ঘুরতে পারবেন

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles) সদ্য় ভারতের বাজারে তাদের একটি নতুন বাইক লঞ্চ করেছে। যার নাম – জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ…

Jawa-42-FJ-350

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles) সদ্য় ভারতের বাজারে তাদের একটি নতুন বাইক লঞ্চ করেছে। যার নাম – জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ 350)। মডেলটির দাম ১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এটি Jawa 42-এর তুলনায় অধিক শক্তিশালী। আবার আকার আকৃতির দিক থেকেও বড়সড়। বর্তমানে এর বুকিং চলছে। অনলাইন বা ডিলারশিপ থেকেও বুক করা যাচ্ছে মোটরসাইকেলটি। আবার ২ অক্টোবর, ২০২৪ থেকে এর ডেলিভারি আরম্ভের কথা ঘোষণা করল জাওয়া-ইয়েজদি।

Jawa 42 FJ 350 স্পেসিফিকেশন

   

এই রোডস্টার বাইকে শক্তির উৎস হিসেবে দেওয়া হয়েছে একটি ৩৩৪ সিসি, লিকুইড-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৮.৭ বিএচপি শক্তি এবং ২৯.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

Jawa 42 FJ 350 হার্ডওয়্যার

জাওয়া ৪২ এফজে ৩৫০-তে সাসপেনশন সেটআপ হিসাবে দেওয়া হয়েছে ১৩৫ মিমি ট্রাভেল সহ ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ১০০ মিমি ট্রাভেল সহ রিয়ার ৫-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক। ব্রেকিংয়ের জন্য উপস্থিত একটি ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস সহ একটি রিয়ার ডিস্ক ব্রেক। 

BMW CE 02-এর লঞ্চ কিছুদিনের অপেক্ষা, ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকছে ফিচার

জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ 350)-এর হুইলবেস ১৪৪০ মিমি। আবার মাটি থেকে সিটের উচ্চতা ৭৯০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৮ মিমি। বাইকটির ওজন ১৮৪ কেজি (ফুয়েল বাদে)। সামনে ১৮ ও পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। মোট পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। এতে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে উপস্থিত এলইডি লাইট, ইউএসবি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল-পড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।