Honda NT1100 লঞ্চ হচ্ছে ভারতে? সংস্থার এই পদক্ষেপ জল্পনা বাড়াল

হোন্ডা (Honda) তাদের নতুন ট্যুরিং মোটরসাইকেল Honda NT1100-এর ডিজাইন ভারতে পেটেন্ট করেছে। এটি বর্তমানে ইউরোপীয় বাজারে বিক্রি হয়। এবারে হোন্ডা ভারতেও মোটরসাইকেলটির ডিজাইন সংরক্ষণের জন্য…

Honda NT1100 design patented in India

হোন্ডা (Honda) তাদের নতুন ট্যুরিং মোটরসাইকেল Honda NT1100-এর ডিজাইন ভারতে পেটেন্ট করেছে। এটি বর্তমানে ইউরোপীয় বাজারে বিক্রি হয়। এবারে হোন্ডা ভারতেও মোটরসাইকেলটির ডিজাইন সংরক্ষণের জন্য আবেদন করেছে। তবে এই বাইকটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

Honda NT1100 পাওয়ারফুল ইঞ্জিন ও পারফরম্যান্স

NT1100-তে একটি ১,০৮৪ সিসি প্যারালেল-টুইন ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। Africa Twin-ও এই একই ইঞ্জিনে ছোটে। এই শক্তিশালী ইঞ্জিনটি প্রায় ১০০ বিএইচপি শক্তি ও ১১৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি DCT (ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন) সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যা চেইন ড্রাইভের মাধ্যমে চাকা ঘোরায়।

   

হোন্ডার এই মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে একটি ট্যুরিং মডেল, যা স্পোর্টি লুক ও মসকুলার বডিওয়ার্ক সহ আসে। বাইকটির স্লিক ডিজাইন ও বৃহৎ বডি প্যানেল এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। যদিও পেটেন্ট করা মডেলটিতে ট্যুরিং অ্যাক্সেসরিজ নেই, তবে Honda এই বাইকটির সঙ্গে হার্ডকেস প্যানিয়ার্স ও অন্যান্য অতিরিক্ত সুবিধা সরবরাহ করে।

NT1100-এ TFT ডিসপ্লে, মাল্টিপল রাইডিং মোড, স্মার্টফোন কানেক্টিভিটি, ABS, ট্র্যাকশন কন্ট্রোল-এর মতো একাধিক আধুনিক ফিচার রয়েছে। এছাড়া, সামনে Showa-র ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল সাসপেনশন ও পেছনে মনোশক সাসপেনশন থাকায় এটি আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। বাইকটিতে ১৭ ইঞ্চির চাকা, সামনে ডুয়াল ডিস্ক ও পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে।

Advertisements

Honda NT1100 বর্তমানে শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে। ভারতীয় বাজারে এটির লঞ্চ হওয়ার সম্ভাবনা এখনও নিশ্চিত নয়। তবে Honda-এর ডিজাইন পেটেন্ট দাখিল করার কারণে ভবিষ্যতে ভারতে লঞ্চের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি এটি এদেশে আসে, তবে এটি প্রিমিয়াম ট্যুরিং বাইক সেগমেন্টে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News