স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইভুমি দিচ্ছে ই-স্কুটারে ১০,০০০ টাকা ছাড়, অফার সীমিত সময়ের

iVOOMi-JeetX-ZE

মাঝে শুধু একদিন। আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। আবার সামনের সোমবার উদযাপিত হবে রাখিবন্ধন উৎসব। সেই কারণে দেশের অন্যতম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা আইভুমি (iVOOMi) ক্রেতাদের জন্য স্পেশাল অফারের কথা ঘোষণা করল। কী শুনবেন? 

iVOOMi দিচ্ছে ডিসকাউন্ট

   

iVOOMi JeetX ZE ইলেকট্রিক স্কুটারে ১০,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে অন্যান্য মডেলে রয়েছে ফ্রি অ্যাক্সেসরিজ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ অগস্ট থেকে এই অফার শুরু হয়েছে। চলবে ২০ অগস্ট পর্যন্ত। 

দেশের সকল প্রান্ত থেকে এই অফার পাওয়া যাবে না। কেবলমাত্র মিরাট, বিকানের, নাগাউর, মাকরানা, তিরুবন্নমালাই, ত্রিচি, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও ওড়িশা – এই অঞ্চলগুলিতে অবস্থিত সংস্থার (iVOOMi) ডিলারশিপ থেকে মিলবে এই ডিসকাউন্ট।

তুখোর ফিচার্স সহ আসছে MG Windsor EV, রেঞ্জ দেবে ৪৬০ কিমি, সেপ্টেম্বরের শুরুতে লঞ্চ

এই সীমিত সময়ের অফার ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিয়ে এসেছে আইভুমি (iVOOMi)। সেদিক থেকে বলা যায় সস্তায় ইলেকট্রিক স্কুটার কেনার এটা দারুণ সুযোগ। বর্তমানে সংস্থার পোর্টফোলিও’তে রয়েছে বেশকিছু মডেল। যার মধ্যে অন্যতম JeetX ZE, JeetX, S1 Lite ও S1।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন