HomeBusinessAutomobile NewsHyundai বছর শেষে গাড়িতে লাখ টাকার বেনিফিট দিচ্ছে

Hyundai বছর শেষে গাড়িতে লাখ টাকার বেনিফিট দিচ্ছে

- Advertisement -

Hyundai Motor India Limited নভেম্বর 2025-এ নতুন Venue লঞ্চের মাধ্যমে দারুণ সাড়া পেয়েছে। এই সফলতার ধারায় ডিসেম্বর মাসের শুরুতেই সংস্থাটি নিয়ে এসেছে December Delight Campaign, যেখানে বছরের শেষ হওয়ার আগেই হুন্ডাই গাড়ি কেনার উপর পাওয়া যাবে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত বিশেষ সুবিধা। উৎসব পরবর্তী সময়ে ক্রেতাদের আরও আকৃষ্ট করতেই এই বিশেষ ক্যাম্পেইন চালু করেছে হুন্ডাই।

December Delight Campaign: কী থাকছে এই বিশেষ অফারে

হুন্ডাই জানিয়েছে, ডিসেম্বর মাস জুড়ে চলবে এই বিশেষ স্কিম, যেখানে ক্রেতারা বেছে নিতে পারবেন একাধিক মডেলে আকর্ষণীয় ডিসকাউন্ট ও বেনিফিট। সংস্থাটির বার্তা—“Yeh offer aur stocks kal ho na ho”—এই প্রচারাভিযানের মূল আকর্ষণই হল বছর শেষে কম দামে হুন্ডাই-র জনপ্রিয় মডেল কেনার সুযোগ।

   

যদিও হুন্ডাই আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেনি কোন কোন মডেল এই অফারের আওতায় পড়বে, তবে TVC-তে দেখা গিয়েছে Exter, i20, Aura, Alcazar, Verna এবং Grand i10 NIOS। পাশাপাশি আশা করা হচ্ছে Creta ও Venue মডেলগুলিও এই অফারের অংশ হতে পারে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ হুন্ডাই অনুমোদিত শোরুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Hyundai-র তরফে সরকারি বিবৃতি

হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড-এর ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ এই ক্যাম্পেইন সম্পর্কে বলেছেন, “হুন্ডাই ডিসেম্বর ডিলাইট ক্যাম্পেইন-এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের বছরের শেষটা আরও আনন্দময় করে তুলতে চাই। ডিসেম্বর আনন্দের মাস, আর এই উদ্যোগ হুন্ডাই কেনাকে আরও আকর্ষণীয় ও লাভজনক করে তুলবে। বিভিন্ন মডেলে অপ্রতিরোধ্য বেনিফিটের মাধ্যমে আমরা গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি এবং চাইছি নতুন বছর তারা হুন্ডাই-এর সঙ্গে শুরু করুন।”

এই বক্তব্য থেকেই পরিষ্কার, সংস্থাটি এবার গ্রাহকসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের অফার নিয়ে এসেছে।

2026-এ আসছে তিনটি নতুন Sub 4m SUV

নতুন Venue লঞ্চের পর হুন্ডাই এবার Sub 4m SUV সেগমেন্টে উপস্থিতি আরও বাড়ানোর দিকে জোর দিচ্ছে। 2026 সালে সংস্থাটি আনতে পারে তিনটি নতুন SUV—যার মধ্যে দুইটি হবে ICE মডেল (সম্ভবত Bayon এবং Exter facelift) এবং একটি হবে Venue Electric।

অন্যদিকে, 2026 Venue-এ যুক্ত হয়েছে আরও উন্নত নিরাপত্তা—Level-2 ADAS এবং শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Tata Nexon, Kia Syros, Kia Sonet, Mahindra XUV3XO, Renault Kiger, Nissan Magnite প্রভৃতি মডেল।

Hyundai-এর December Delight Campaign যে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে এসেছে তা বলাই যায়। বছরের শেষ মাসে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই অফার হতে পারে সেরা সুযোগ—কারণ স্টক সীমিত, আর অফার চলবে শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular