ভারতে ২০২৩ সালে লঞ্চ হওয়া ষষ্ঠ প্রজন্মের হুন্ডাই ভার্না খুব দ্রুতই প্রথম বড় আপডেট পেতে চলেছে। ইতিমধ্যেই ইন্টারনেটে ক্যামোফ্লাজড টেস্ট মডেলের একাধিক ছবি ভাইরাল হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভার্নার ফেসলিফট (Hyundai Verna Facelift) সংস্করণ আসন্ন। নতুন ডিজাইনের ইঙ্গিত মিলছে গাড়িটির রোড টেস্টিং থেকে, যা আগামী বছরেই বাজারে আসতে পারে বলে অনুমান।
Hyundai Verna Facelift: নতুন ডিজাইনে আসছে পরিবর্তন
ফাঁস হওয়া ছবিতে মূলত ভার্নার রিয়ার অংশ দেখা গিয়েছে, যেখানে আপডেটেড টেলল্যাম্প ও রিয়ার বাম্পারের পরিবর্তন চোখে পড়ছে। আগের মতোই পুরো প্রস্থ জুড়ে লাইটবার ডিজাইন থাকছে, তবে টেলল্যাম্পে নতুন লাইট গাইড এবং ইন্টার্নালস যোগ করা হয়েছে। রিয়ার বাম্পারকেও নতুনভাবে গড়ে তোলা হয়েছে, যা আরও স্কোয়ারড-আউট লুক এনে দিয়েছে।
সামনের দিকের আপডেট এখনও রহস্যাবৃত, তবে অনুমান করা হচ্ছে হুন্ডাই এবার ভার্নাকে আরও বক্সি ও মাংসল ডিজাইন দিতে পারে। গ্লোবাল মার্কেটে ব্র্যান্ডের সাম্প্রতিক মডেলগুলো যেমন সোনাটা বা আইওনিক ৬ ফেসলিফটে দেখা যাচ্ছে তীক্ষ্ণ, কোণাকৃতি ফ্রন্ট ডিজাইন। তাই ভার্নাতেও বড়সড় প্যারামেট্রিক গ্রিলের বদলে আরও সাদামাটা আয়তক্ষেত্রাকার গ্রিল ও বক্সি হেডল্যাম্প ক্লাস্টার দেখা যেতে পারে। তবে ফুল-উইডথ লাইটবার আগের মতোই বজায় থাকবে বলে ধারণা।
ফিচারে আসছে প্রযুক্তিগত আপগ্রেড
ফিচারের দিক থেকেও হুন্ডাই বড় পরিবর্তন আনতে পারে। সম্ভাবনা রয়েছে নতুন বড় টাচস্ক্রিন ইউনিটে ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আপডেটেড ADAS সুইট সহ একাধিক আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ার। বর্তমানে বিক্রিত ভার্নায় ইতিমধ্যেই হিটেড ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন, পাওয়ারড ড্রাইভার সিট, অটো ক্লাইমেট কন্ট্রোল, অটো হেডল্যাম্প, ওয়্যারলেস ফোন চার্জিং, লেদার আপহোলস্ট্রি এবং লেভেল-২ ADAS এর মতো ফিচার রয়েছে। ফলে নতুন ভার্সনে আরও উন্নত ফিচার যোগ হলে এটি নিঃসন্দেহে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হবে।
ইঞ্জিন অপশনে তেমন পরিবর্তন নেই
যান্ত্রিকভাবে ভার্না ফেসলিফটে তেমন কোনো পরিবর্তন আসবে না বলেই মনে হচ্ছে। বর্তমান মডেলের মতোই থাকবে ১.৫-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল এবং ১.৫-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন অপশন। সঙ্গে থাকবে ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প—ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনে সিভিটি ও টার্বো ইঞ্জিনে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন।
ভার্নার ফেসলিফট বাজারে এলে এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে ভক্সওয়াগেন ভার্টুস, স্কোডা স্লাভিয়া, হোন্ডা সিটি এবং মারুতি সিয়াজের মতো জনপ্রিয় সেডানগুলির সঙ্গে। বর্তমানে ভার্টুস এই সেগমেন্টের সেরা বিক্রিত মডেল হলেও, নতুন লুক ও ফিচারে সজ্জিত হয়ে হুন্ডাই ভার্না ফেসলিফট নিঃসন্দেহে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।
সবমিলিয়ে, ২০২৬ সালে আসতে চলা হুন্ডাই ভার্না ফেসলিফট (Hyundai Verna Facelift) শুধুমাত্র ডিজাইন নয়, প্রযুক্তি ও ফিচারের দিক থেকেও বড় পরিবর্তন আনতে চলেছে। যারা মিডসাইজ সেডান সেগমেন্টে একটি আধুনিক, প্রিমিয়াম অপশন খুঁজছেন, তাদের জন্য এই গাড়িটি হয়ে উঠতে পারে সেরা পছন্দের একটি মডেল।