রয়েছে অনন্য বৈশিষ্ট্য, হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ি বাকিদের মাত দেবে

ইলেকট্রিক গাড়ির লাইনআপ সম্প্রসারণে বদ্ধপরিকর হুন্ডাই (Hyundai)। ২৪ নভেম্বর অর্থাৎ রবিবার লাস ভেগাস অটো শো-তে সংস্থা একটি নতুন মডেলের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি হচ্ছে…

Hyundai Ioniq 9 unveiled

short-samachar

ইলেকট্রিক গাড়ির লাইনআপ সম্প্রসারণে বদ্ধপরিকর হুন্ডাই (Hyundai)। ২৪ নভেম্বর অর্থাৎ রবিবার লাস ভেগাস অটো শো-তে সংস্থা একটি নতুন মডেলের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি হচ্ছে হুন্ডাই আয়োনিক ৯ (Hyundai Ioniq 9)। এটি একটি ৭-আসন সংখ্যার এসইউভি গাড়ি। eGMP প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা এই ফ্ল্যাগশিপ মডেলটি সর্বপ্রথম কোরিয়া এবং আমেরিকার বাজারে আনা হবে বলে জানা গিয়েছে। ভারতে এটি লঞ্চ করা হবে কিনা, তা নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি হুন্ডাই। আকর্ষণের বিষয়, Hyundai Ioniq 9 এমন কিছু ফিচার্স পেয়েছে, যা বিশ্ববাজারে উপলব্ধ অন্যান্য গাড়িতে বিরল। সেই অনন্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন। কারণ এখানে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

   

Ola সোয়াপেবল ব্যাটারি টেকনোলজি নিয়ে আসছে? ভবিষ্যৎ পরিকল্পনায় কী জানালেন ভাবিশ

Hyundai Ioniq 9 – সুইভেল সিট পেয়েছে

Ioniq 9-তে দেওয়া হয়েছে লাক্সারি ইন্টেরিয়র এবং প্রিমিয়াম ডিজাইন। মোট ১৬টি আকর্ষণীয় রঙের বিকল্পে এসেছে ৭-সিটার গাড়িটি। হুন্ডাইয়ের সেরা গাড়িগুলির মধ্যে যা দেখা যায়নি, সেই বৈশিষ্ট্যই দেওয়া হয়েছে এই গাড়িতে। যেমন দীর্ঘতম হুইলবেস। আবার অন্দরমহলে রয়েছে প্রথম এ দ্বিতীয় সারির আরামদায়ক সিট। এগুলি ছাড়াও আরও একাধিক অনন্য ফিচার সহ এসেছে মডেলটি। যার মধ্যে বলা যায় সুইভেল সিট বা রোটেটিং সিট। এটি প্রথম ও দ্বিতীয় সারির যাত্রীদের একে অপরের মুখোমুখি হয়ে বসার সুযোগ দেবে। তবে এটি কেবলমাত্র গাড়িটির স্থিরাবস্থাতেই সম্ভব।

উপরিউক্ত বিলাসবহুল বৈশিষ্ট্যগুলি ছাড়াও, মডেলটিতে ডিজিটাল ক্লাস্টারের জন্য একটি ১২ ইঞ্চি ডুয়েল স্ক্রিন এবং সামান্য চালকের জন্য কার্ভড ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্রিমিয়াম বোস ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম, এডিএএস স্যুট, ১০টি এয়ারব্যাগ, বিশাল প্যানোরামিক সানরুফ, শীর্ষে প্রতিটি সারির জন্য পাতলা এয়ার ভেন্ট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ডিজিটাল কী ফাংশন এবং আরও অনেক ফিচার বর্তমান।

পাওয়ারট্রেন

Hyundai Ioniq 9-এ দেওয়া হয়েছে একটি ১১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে সর্বোচ্চ ৬২০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি সংস্থার। এটি লং রেঞ্জ ও পারফরম্যান্স ট্রিম পেয়েছে। এই লং রেঞ্জ ট্রিম AWD ও RWD ভার্সনে আনা হয়েছে। RWD ভ্যারিয়েন্ট থেকে সর্বোচ্চ ২১৮ বিএইচপি শক্তি এবং ৩১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার পারফরম্যান্স ট্রিম থেকে সর্বাধিক ২১৮ বিএইচপি পাওয়ার উৎপন্ন হবে।

প্রসঙ্গত, Ioniq 9 সর্বপ্রথম কোরিয়া ও আমেরিকার বাজারে আনা হবে। তবে ভারতের বাজারে এই ইলেকট্রিক এসইউভি লঞ্চ করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে সম্প্রতি এদেশে লঞ্চ হওয়া আপাতত Kia EV9-এর দিকেই নজর রাখবে সংস্থা।