সবচেয়ে সস্তার সানরুফ সহ গাড়ি আনল Hyundai, কিনবেন নাকি?

ইদানিং ভারতের গাড়ির বাজারে সানরুফ যুক্ত মডেলের বিপুল চাহিদা প্রত্যক্ষ করা যাচ্ছে। যে কারণে হুন্ডাই (Hyundai) কোমর বেঁধে লেগেছে। একের পর এক গাড়িতে সানরুফ দিয়ে…

Hyundai-Venue

ইদানিং ভারতের গাড়ির বাজারে সানরুফ যুক্ত মডেলের বিপুল চাহিদা প্রত্যক্ষ করা যাচ্ছে। যে কারণে হুন্ডাই (Hyundai) কোমর বেঁধে লেগেছে। একের পর এক গাড়িতে সানরুফ দিয়ে চলেছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। কিছুদিন আগেই Venue S (O) Plus ভ্যারিয়েন্টে এই ফিচার দিয়েছিল তারা। এবার Hyundai Venue S Plus সানরুফ সহ লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৯.৩৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যে কারণে এটি এখন Venue সেগমেন্টের মধ্যে সবচেয়ে সস্তার মডেলের তকমা পেয়েছে। 

Hyundai Venue S Plus সানরুফ সহ লঞ্চ হল

   

Hyundai Venue S Plus-এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে এলইডি ডিআরএল, প্রজেক্টর হেডলাইট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সহ একটি ৮.০-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি রঙিন TFT MID সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে৷ ভেন্যু এস প্লাস-এর সুরক্ষা বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত ছয়টি এয়ারব্যাগ, একটি টায়ার প্রেসার মনিটর, অটোমেটিক হেডলাইট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), হিল-স্টার্ট অ্যাসিস্ট এবং একটি রিভার্স ক্যামেরা।

হুন্ডাই ভেন্যু এস প্লাস-এর ইঞ্জিনে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। আগেরমতি এটি একটি ১.২ লিটার কাপ্পা পেট্রোল পেট্রোল ইঞ্জিন। এটি থেকে ৮২ বিএইচপি শক্তি এবং ১১৩.৮ এনএম টর্ক পাওয়া যাবে। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ বেছে নেওয়া যায়। 

দু’চারটি নয়, মোট 14টি রঙে বেছে নেওয়া যাবে এই বাইক, আপনার পছন্দ কোনটি?

প্রসঙ্গত, হুন্ডাই সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরে নয়া ভার্সনের Alcazar লঞ্চের প্রস্তুতি চালাচ্ছে। Creta-এর উপর ভিত্তি করে আসা এই গাড়ি গত তিন বছর ধরে তেমন কোন আপডেট পায়নি। তবে এবারে ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে সে পথেই হাঁটতে চলেছে হুন্ডাই।