ভারতে এসইউভি গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)। কোনরকম পূর্ব ইঙ্গিত ছাড়া আচমকাই বাজারে গাড়িটির নাইট এডিশন (Hyundai Creta Knight Edition) লঞ্চ করল হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। এটি মডেলটির ফেসলিফট ভার্সনের উপর ভিত্তি করে এসেছে। এর দাম রাখা হয়েছে ১৪.৫১ লক্ষ থেকে ২০.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ব্ল্যাক পেইন্ট স্কিমে হাজির হয়েছে গাড়িটি।
2024 Hyundai Creta Knight Edition
নতুন হুন্ডাই ক্রেটা নাইট এডিশন-এ রয়েছে ব্ল্যাক পেইন্ট ফ্রন্ট গ্রিল, ম্যাট-ব্ল্যাক ফ্রন্ট ও রিয়ার হুন্ডাই লোগো। আবার ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে দেওয়া হয়েছে রেড ব্রেক ক্যালিপার এবং নাইট প্রতীক। এছাড়া ফ্রন্ট ও রিয়ার স্কিড প্লেট, সাইড সিল গার্নিশ, রুফ রেলস, সি-পিলার গার্নিশ, ওআরভিএম এবং রিয়ার স্পয়লারে ব্ল্যাক পেইন্ট করা হয়েছে।
ক্রেটা নাইটের কেবিনে থাকছে ব্ল্যাকড-আউট ইন্টেরিয়র আপহোলস্টেরি, ব্ল্যাক লেদার সিট, ব্রাস কালার ইন্সার্ট, স্পোর্ট মেটাল পেডাল, চামড়া-মোড়ানো স্টিয়ারিং হুইল এবং গিয়ারশিফ্ট নব।
ভেজা রাস্তায় স্কিড করবে না, ই-স্কুটিতে অত্যাধুনিক ফিচার আনছে Ather Energy
নতুন Hyundai Creta Knight Edition ১.৫ লিটার ন্যাচেরালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন সহ এসেছে। এতে উপলব্ধ ৬-স্পিড ম্যানুয়াল ও আইভিটি অটোমেটিক গিয়ারবক্স। আবার এটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন সহ বেছে নেওয়া যাবে। এতে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল ও টর্ক কনভার্টার অটোমেটিক। এই গাড়ি S (O) ও SX (O) – এই দুই ভ্যারিয়েন্টে এসেছে। বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Harrier Dark Edition, Maruti Suzuki Grand Vitara Black Edition ও MG Hector BlackStorm।