ক্রেটা ইলেকট্রিক নিয়ে বড় ঘোষণা হুন্ডাইয়ের, এমাসেই লঞ্চ হচ্ছে!

Hyundai Creta Electric সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এবারে হুন্ডাইয়ের বহুল প্রতীক্ষিত গাড়িটির আগাম বুকিং গ্রহণ শুরু হল। এটি আসন্ন ২০২৫ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-এর মঞ্চে…

Hyundai Creta Electric

Hyundai Creta Electric সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এবারে হুন্ডাইয়ের বহুল প্রতীক্ষিত গাড়িটির আগাম বুকিং গ্রহণ শুরু হল। এটি আসন্ন ২০২৫ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-এর মঞ্চে লঞ্চ হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ২৫,০০০ টাকার বিনিময়ে Creta Electric বুক করা যাচ্ছে। উল্লেখ্য, ইদানিং ভারতীয় গাড়ির বাজারে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। ক্রেতাদর চাহিদা পূরণ করতে একের পর এক কোম্পানি নিজেদের বিভিন্ন জনপ্রিয় গাড়ির ইলেকট্রিক অবতার বাজারে আনছে। তেমনই এবারে হুন্ডাই তাদের ক্রেটা এসইউভি মডেলের ইলেকট্রিক অবতার আনছে।

Hyundai Creta Electric-এর প্রি-বুকিং শুরু হল

ব্যাটারি স্পেসিফিকেশনের দিক থেকে জানা গিয়েছে যে Hyundai Creta Electric-এ ৫১.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকবে। এটি অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) কর্তৃক ৪৭৩ কিলোমিটার রেঞ্জের জন্য শংসাপত্র পেয়েছে। তবে টিজার ভিডিওতে দেখা গিয়েছে যে, নরমাল মোডে সম্পূর্ণ চার্জে ক্রেটা ইলেকট্রিক ৩৯২ কিলোমিটার পর্যন্ত যেতে পারছে। এছাড়া, ৪২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের আরেকটি ভ্যারিয়েন্ট থাকবে, যা একবার চার্জে ৩৯০ কিলোমিটার রেঞ্জ অফার করবে বলে জানা গিয়েছে।

   

Ather 450X-এর নতুন অবতার লঞ্চ হল, কী ধরণের আপডেট পেল এই ইলেকট্রিক স্কুটার

চার্জিং টাইমের ক্ষেত্রে হুন্ডাই দাবি করেছে, ডিসি ফাস্ট চার্জিং ব্যবহার করলে ক্রেটা ইলেকট্রিক মাত্র ৫৮ মিনিটে ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। অন্যদিকে, ১১ কিলোওয়াট স্মার্ট কানেক্টেড ওয়াল বক্স চার্জার ব্যবহার করে এসি হোম চার্জিংয়ের মাধ্যমে ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ চার্জ সম্পূর্ণ হতে ৪ ঘণ্টা সময় লাগবে।

Creta Electric-এর এখনও পর্যন্ত পাওয়ার এবং টর্ক আউটপুট প্রকাশ করেনি সংস্থা। তবে, জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক এসইউভি ০-১০০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে মাত্র ৭.৯ সেকেন্ড সময় নেবে। টিজার ভিডিওতে তিনটি ড্রাইভিং মোড – ইকো, নরমাল এবং স্পোর্টস-এর উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

Honda এই জনপ্রিয় গাড়িগুলিতে দিচ্ছে ৯০,০০০ টাকা পর্যন্ত ছাড়, সুযোগের সদ্ব্যবহার করুন!

নতুন ক্রেটা ইলেকট্রিকের ফিচারের দিকে তাকালে দেখা যায় যে, এটি প্রচলিত ক্রেটার অনেক বৈশিষ্ট্য বজায় রাখবে। তবে কিছু নতুন সংযোজনও থাকবে। আইসিই (ICE) সংস্করণের মতোই গাড়ির ইন্টেরিয়রে লেদারেট ড্যাশবোর্ড এবং ডুয়েল-স্ক্রিন ইনফোটেইনমেন্ট ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। এটি অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো-এর মাধ্যমে ওয়্যারলেস কানেক্টিভিটি সমর্থন করবে। স্টিয়ারিং হুইল ডিজাইন করা হয়েছে ডুয়েল-স্পোক লেআউট সহ। যা হুন্ডাই আইওনিক ৫-এর মতো চারটি ডট দিয়ে চিহ্নিত করা হয়েছে।

Hyundai Creta Electric-র অন্যান্য প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ, নতুন গিয়ার সিলেক্টর, লেভেল-২ এডাস (ADAS), এবং ব্লাইন্ড স্পট শনাক্তকরণের জন্য ৩৬০-ডিগ্রি সারাউন্ড-ভিউ ক্যামেরা। এছাড়াও, এই ইলেকট্রিক এসইউভিতে ডিজিটাল কি থাকবে, যা হুন্ডাই আলকাজারের মাধ্যমে প্রথম চালু হয়েছিল। গাড়ির সামনের বাম্পারে অ্যাক্টিভ এয়ার ফ্ল্যাপ থাকবে, যা গাড়ির রেঞ্জ বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে, গাড়িতে থাকবে ভেহিকল-টু-লোড (V2L) ফাংশনালিটি, যা গাড়িকে বাহ্যিক ডিভাইসে চার্জ দিতে সক্ষম করবে।

Kawasaki Ninja 300 সহ পাঁচটি জনপ্রিয় বাইকে মিলছে ছাড়, ৪৫,০০০ টাকা সাশ্রয় করার সুযোগ

সব মিলিয়ে, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক একটি অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি হিসেবে ভারতের ইলেকট্রিক যানবাহন বাজারে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। উন্নত ব্যাটারি, আধুনিক ফিচার এবং আকর্ষণীয় রেঞ্জের কারণে এটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।