ফোন থেকেই লক/আনলক করা যাবে, তোলপাড় করা ফিচার্স সহ আসছে Hyundai Alcazer Facelift

আগামী ৯ সেপ্টেম্বর ভারতের বাজারে আলোড়ন জাগাতে লঞ্চ হচ্ছে হুন্ডাই আলকাজার ফেসলিফট (Hyundai Alcazer Facelift)। তিন সারির এই এসইউভি-র বেশ কিছু ফিচার ইতিমধ্যেই প্রকাশ করেছে…

hyundai-alcazar-facelift

আগামী ৯ সেপ্টেম্বর ভারতের বাজারে আলোড়ন জাগাতে লঞ্চ হচ্ছে হুন্ডাই আলকাজার ফেসলিফট (Hyundai Alcazer Facelift)। তিন সারির এই এসইউভি-র বেশ কিছু ফিচার ইতিমধ্যেই প্রকাশ করেছে হুন্ডাই। গাড়িটির বহিরঙ্গ ও অন্দরমহল, উভয়তেই থাকছে পরিবর্তন। সংস্থার সাম্প্রতিক ঘোষণায় এতে একাধিক নতুন ফিচার ও অত্যাধুনিক প্রযুক্তির কথা নিশ্চিত করা হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, এগুলি ক্রেতাদের কাছে গাড়িটিকে আরও অধিক আবেদনময়ী করে তুলবে। কী সেই বৈশিষ্ট্য শুনবেন?

Hyundai Alcazer Facelift : নতুন ফিচার্স

   

আসন্ন আলকাজার ফেসলিফট, হুন্ডাইয়ের প্রথম গাড়ি যাতে থাকছে এনএফসি প্রযুক্তি সহ একটি ডিজিটাল কি বা চাবি। এতে ক্রেতারা বাড়তি কী সুবিধা পাবেন? বিষয় হচ্ছে, এর ফলে কোন ফিজিক্যাল চাবি ব্যবহার না করে শুধুমাত্র নিজের স্মার্টফোন বা স্মার্টওয়াচ থেকেই গাড়ি লক/আনলক এমনকি ইঞ্জিন চালুও করা যাবে। নিজের ব্যবহারের সঙ্গেই আরও তিনজনকে ডিজিটাল কি দ্বারা গাড়ি নিয়ন্ত্রণের অধিকার দিতে পারবেন গ্রাহক। আবার একসঙ্গে ৭টি আলাদা ডিভাইসে এই পরিষেবা উপলব্ধ রাখা যাবে।

হুন্ডাই আলকাজার ফেসলিফট-এ অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে দেওয়া হচ্ছে, একটি ১০.২৫ ইঞ্চি এইচডি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল কনসোল সহ ডুয়েল স্ক্রিন। মডেলটিতে ইনবিল্ট নেভিগেশন এবং বহুভাষি UI ডিসপ্লে থাকছে, যা ১০টি আঞ্চলিক এবং ২টি আন্তর্জাতিক ভাষা বুঝবে। একটি টাচ-টাইপ এসি কন্ট্রোল প্যানেলের সঙ্গে ডুয়েল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো বৈশিষ্ট্যের পাশাপাশি পারসোনালাইজেশন অপশন থাকবে। 

ইলেকট্রিক স্কুটার হবে আরও বেশি চমকপ্রদ, বিরাট পদক্ষেপ নিচ্ছে Bajaj

উপরিউক্ত ফিচারগুলি ছাড়াও থাকছে ৭০-এর বেশি ব্লুলিঙ্ক কানেক্টেড কার ফিচার, যা হিন্দি ও ইংরাজি ভাষায় ইনপুট নেবে। আবার এতে ৮-স্পিকার বোস প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ভয়েস-এনাবেল্ড প্যানোরামিক সানরুফ এবং একটি ম্যাগনেটিক প্যাড সহ দ্বিতীয় সারিতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা মিলবে। জানিয়ে রাখি, হুন্ডাই আলকাজার ফেসলিফট (Hyundai Alcazer Facelift), ৬ (ক্যাপ্টেন আসন) এবং ৭-সিটের কনফিগারেশনে অফার করা হবে।