হুন্ডাইয়ের পর হোন্ডা, দীপাবলিতে City, Amaze-এ সর্বোচ্চ ১.৫১ লাখ ছাড়

দীপাবলির মরশুম মানেই গাড়ি কেনার উৎসব। আর এই সুযোগে পিছিয়ে থাকতে চায় না হোন্ডা কার্স ইন্ডিয়া। সংস্থাটি ঘোষণা করেছে তাদের পেট্রোল মডেলগুলিতে আকর্ষণীয় ফেস্টিভ সিজন…

Honda’s Diwali Discount

দীপাবলির মরশুম মানেই গাড়ি কেনার উৎসব। আর এই সুযোগে পিছিয়ে থাকতে চায় না হোন্ডা কার্স ইন্ডিয়া। সংস্থাটি ঘোষণা করেছে তাদের পেট্রোল মডেলগুলিতে আকর্ষণীয় ফেস্টিভ সিজন ডিসকাউন্ট (Honda’s Diwali Discount), যা অক্টোবর ২০২৫ জুড়ে প্রযোজ্য থাকবে। গ্রাহকরা এখানে সর্বোচ্চ ১.৫১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন, সঙ্গে থাকছে এক্সটেন্ডেড ওয়ারেন্টির অফার, যা দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা। আসুন দেখে নেওয়া যাক কোন মডেলে কী কী অফার থাকছে এবং গাড়িগুলির মূল বৈশিষ্ট্য কী।

Advertisements

Honda’s Diwali Discount – Elevate

হোন্ডার নতুন কম্প্যাক্ট SUV Elevate ফেস্টিভ সিজনে সবচেয়ে বেশি অফার দিচ্ছে। এই মডেলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১.৫১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। Hyundai Creta ও Kia Seltos-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সামনে দৃঢ় অবস্থান তৈরি করতে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে Elevate। এতে ব্যবহৃত হয়েছে ১.৫ লিটারের i-VTEC পেট্রোল ইঞ্জিন, যা ১২১ bhp পাওয়ার এবং ১৪৫ Nm টর্ক উৎপন্ন করে। ট্রান্সমিশনের ক্ষেত্রে থাকছে ৬-স্পিড ম্যানুয়াল ও CVT অটোমেটিক অপশন। গাড়িটির ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ৪৫৮ লিটারের বুট স্পেস একে করে তুলেছে নিখুঁত সিটি ও উইকেন্ড ট্রাভেল SUV। এছাড়াও এতে রয়েছে Honda Sensing ADAS, লেন ওয়াচ ক্যামেরা, এবং ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

Advertisements

Honda City

দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে জনপ্রিয় সেডানগুলির মধ্যে অন্যতম Honda City, এবার ফেস্টিভ সিজনে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। গ্রাহকরা এখানে পাচ্ছেন সর্বাধিক ১.২৭ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এতে রয়েছে সেই চেনা ১.৫ লিটারের i-VTEC পেট্রোল ইঞ্জিন, সঙ্গে CVT ও ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের অপশন। এর প্রিমিয়াম ইন্টেরিয়র, প্রশস্ত রিয়ার সিট এবং উন্নত কমফোর্ট ফিচার যেমন সানরুফ, ভেন্টিলেটেড সিট, ক্রুজ কন্ট্রোল, এবং উচ্চতর ভ্যারিয়েন্টে Honda Sensing ADAS একে করে তুলেছে নিখুঁত সেডান প্যাকেজ।

Honda Amaze (2nd Gen)

বাজেট ক্রেতাদের জন্য হোন্ডা এনেছে দ্বিতীয় প্রজন্মের Amaze, যেখানে পাওয়া যাচ্ছে সর্বাধিক ৯৮,০০০ টাকা পর্যন্ত অফার। এই ছোট সেডানটিতে রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন, যা ৯০ bhp পাওয়ার দেয়। ট্রান্সমিশনের জন্য আছে ম্যানুয়াল ও CVT দুই অপশনই। ছোট আকারের জন্য এটি শহুরে রাস্তায় সহজে চালানো যায় এবং ৪২০ লিটারের বুট স্পেস পরিবারের প্রয়োজনে যথেষ্ট। এতে আরও আছে ডুয়াল এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা, এবং নির্দিষ্ট ভ্যারিয়েন্টে ক্রুজ কন্ট্রোল।

Also Read: নতুন Renault Kwid E-Tech আত্মপ্রকাশ করল, রেঞ্জ ২৫০ কিমি রেঞ্জ

Honda Amaze (3rd Gen)

তৃতীয় প্রজন্মের নতুন Amaze এখন আরও আরামদায়ক ও আধুনিক। এই মডেলে ফেস্টিভ অফার দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৬৮,০০০ টাকা পর্যন্ত। ইঞ্জিনে উন্নত টিউনিং ও NVH লেভেল কমানো হয়েছে যাতে ড্রাইভিং আরও স্মুথ হয়। নতুন ড্যাশবোর্ড ডিজাইন, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি এবং উন্নত রাইড কোয়ালিটি একে করে তুলেছে শহুরে ব্যবহারকারীদের পছন্দের সেডান।

Honda City Hybrid

Honda City Hybrid-এর জন্য যদিও সরাসরি কোনো ক্যাশ ডিসকাউন্ট নেই, তবে সংস্থা দিচ্ছে সাত বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্যাকেজে বিশেষ ছাড়। এর লক্ষ্য হাইব্রিড প্রযুক্তি নিয়ে গ্রাহকদের আত্মবিশ্বাস বাড়ানো এবং দীর্ঘমেয়াদি ব্যবহারে নিশ্চিন্ত অভিজ্ঞতা দেওয়া। প্রসঙ্গত, এই দীপাবলিতে হোন্ডা কার্স ইন্ডিয়া তাদের সমগ্র লাইনআপে যে অফার নিয়ে এসেছে, তা নিঃসন্দেহে গাড়িপ্রেমীদের কেনার উৎসাহ আরও বাড়াবে।