জাপানি দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা Honda তাদের জনপ্রিয় Shine সিরিজে নতুন সংযোজন নিয়ে এসেছে। এই নতুন মডেলটির নাম Honda Shine 100 DX। শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই বাইক। জানা গিয়েছে, বাইকটি অগস্টের প্রথম সপ্তাহে বাজারে আসবে এবং ১ অগস্ট থেকেই অফিসিয়াল বুকিং শুরু হবে। ধাপে ধাপে এর ডেলিভারিও চালু করবে বলে জানিয়েছে সংস্থা।
Honda Shine 100 DX – উন্নত এবং প্রিমিয়াম ফিচারে সজ্জিত
Honda Shine 100 DX হল Shine 100-এর থেকে উন্নততর ও প্রিমিয়াম সংস্করণ। এটি মূলত এমন একটি কমিউটার বাইক, যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই আরামদায়ক। বাইকটিতে নতুন এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আকর্ষণীয় বোল্ড গ্রাফিক্স এবং ক্রোম ডিটেইলিং থাকছে, যা একে Shine 100-এর থেকে আলাদা করে তোলে।
ইঞ্জিন
এই নতুন Shine 100 DX বাইকে থাকছে ৯৮.৯৮ সিসি-এর একটি এয়ার-কুলড ইঞ্জিন, যা ৭,৫০০ আরপিএম-এ ৭.২৮ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম-এ ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটির সঙ্গে যুক্ত রয়েছে একটি চার-গতির গিয়ারবক্স, যা দৈনন্দিন শহুরে যাতায়াতের জন্য যথেষ্ট উপযোগী।
2025 Yezdi Scrambler ও Roadster-এর লঞ্চ সামনেই, তার আগে নয়া লুকে দেখা দিল
Shine 100 DX বাইকটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে — পার্ল ইগনিয়াস ব্ল্যাক, অ্যাথলেটিক ব্লু মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং জেনি গ্রে মেটালিক। বাইকটির নির্মাণে ব্যবহার করা হয়েছে স্টিল ফ্রেম, যার সঙ্গে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ফাইভ-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্ভার। এছাড়া এতে রয়েছে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার, যা রাইডিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করে তোলে।
Honda Shine 100 DX সেইসব গ্রাহকদের জন্য আদর্শ যারা একটি আধুনিক, স্টাইলিশ এবং আরামদায়ক কমিউটার বাইক খুঁজছেন। নতুন ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং Honda-র নির্ভরযোগ্য ইঞ্জিন প্রযুক্তি — সব মিলিয়ে এই বাইকটি আগামী দিনে বাজেট সেগমেন্টে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে। দাম এখনো ঘোষণা না হলেও আশা করা যাচ্ছে, Shine 100 DX এর মূল্যও হবে প্রতিযোগিতামূলক।