Monday, December 8, 2025
HomeBusinessAutomobile News৯০,০০০ টাকায় লঞ্চ হল হোন্ডার সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার, কেমন মডেলটি?

৯০,০০০ টাকায় লঞ্চ হল হোন্ডার সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার, কেমন মডেলটি?

- Advertisement -

Honda QC1 ইলেকট্রিক স্কুটার ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এ লঞ্চ করা হয়েছে। এর এক্স-শোরুম দাম ৯০,০০০ টাকা (দিল্লি) রেখেছে কোম্পানি। হোন্ডার (Honda) সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার হিসাবে বাজারে এসেছে এটি। কোম্পানি ইতিমধ্যেই বুকিং শুরু করেছে। মাত্র ১,০০০ টাকায় মডেলটি বুক করা যাচ্ছে।

Honda QC1 লঞ্চ হল

হোন্ডা কিউসি১ স্কুটারটি খুবই পরিষ্কার ও নূন্যতম ডিজাইন পেয়েছে। এতে অতিরিক্ত কাট-আউট বা জটিল ডিজাইন নেই। স্কুটারটি পাঁচটি রঙে উপলব্ধ – পার্ল শ্যাডো ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, পার্ল নাইটস্টার ব্ল্যাক, পার্ল সেরেনিটি ব্লু এবং ম্যাট ফগি সিলভার মেটালিক।

   

Honda QC1-এ ১.৮kW বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। স্কুটারটিতে ১.৫ কিলোওয়াট আওয়ার-এর ফিক্সড ব্যাটারি প্যাক রয়েছে, যা ৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় নেয়।

হোন্ডা কিউসি১ স্কুটারটিতে দুটি রাইডিং মোড দেওয়া হয়েছে – ইকো ও স্ট্যান্ডার্ড। এছাড়াও এতে ৫-ইঞ্চির এলসিডি ডিজিটাল ডিসপ্লে, ফুল এলইডি লাইটিং, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং ২৬ লিটারের স্টোরেজ স্পেস বর্তমান। প্রসঙ্গত, QC1 তার সাশ্রয়ী মূল্যের কারণে বাজারে বড় পরিবর্তন আনতে পারে। যে সকল ক্রেতারা একটি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও কার্যকরী ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular