ম্যাক্সি স্কুটারের বাজার তুলকালাম করতে ‘তুরুপের তাস’ চালল হোণ্ডা

Forza রেঞ্জ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে হোণ্ডার (Honda)। তাই উক্ত রেঞ্জের একের পর এক ম্যাক্সি স্কুটারে আপডেট দিয়ে চলেছে কোম্পানি। Forza 125 ও Forza 300-র…

honda-forza-750-unveiled

Forza রেঞ্জ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে হোণ্ডার (Honda)। তাই উক্ত রেঞ্জের একের পর এক ম্যাক্সি স্কুটারে আপডেট দিয়ে চলেছে কোম্পানি। Forza 125 ও Forza 300-র পর এবার আরও এক মডেলের আপডেট ভার্সন নিয়ে হাজির হল হোণ্ডা। এটি হচ্ছে – Honda Forza 750। 

নতুন পেইন্ট স্কিম সহ হাজির হয়েছে ম্যাক্সি স্কুটারটি। আবার নতুন ফিচারও যোগ হয়েছে। যে কারণে মূল্য সামান্য বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৈশিষ্ট্যের মধ্যে ফ্রন্ট অ্যাপ্রনে একজোড়া নতুন এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। এর সঙ্গে সংযুক্ত ডিআরএল ও ইন্ডকেটর। স্কুটারটির সাইড প্রোফাইল ও রিয়ারে কোন পরিবর্তন ঘটানো হয়নি। রেইন – Honda Forza 750 এই নতুন মোড পেয়েছে।  

   

এই নয়া রাইডিং মোড বৃষ্টি ভেজা রাস্তাতেও রাইডিংয়ে সহায়তা করবে। এটি সক্রিয় করা মাত্রই কম্পিউটার থেকে চাকায় সর্বনিম্ন শক্তি সরবরাহ করা হবে। এর সঙ্গে সহায়তা করবে ট্রাকশান কন্ট্রোল সিস্টেম। 

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আলোড়ন জাগিয়ে লঞ্চ হচ্ছে নতুন পালসার, রইল খুঁটিনাটি

Honda Forza 750-তে শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ৭৪৫ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৫৮ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। কিন্তু A2 ভ্যারিয়েন্টে সর্বাধিক ৪৭ বিএইচপি পাওয়ার পাওয়া যাবে। মোটরের সঙ্গে সংযুক্ত ডিসিটি গিয়ারবক্স, যা Africa Twin বাইকেও উপস্থিত। সামনের বছর থেকে এই স্কুটি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে। তবে ভারতে লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।