চার সিলিন্ডার যুক্ত Honda CBR400R আসছে ভারতে? সংস্থার কার্যকলাপে জল্পনা তুঙ্গে

ভারতের স্পোর্টস বাইকের বাজারে একটি অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Kawasaki Ninja ZX4R। এবারে এই মোটরসাইকেলকে চ্যালেঞ্জ ছুঁড়ে নতুন মডেল বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করল হোন্ডা…

Honda CBR400R

ভারতের স্পোর্টস বাইকের বাজারে একটি অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Kawasaki Ninja ZX4R। এবারে এই মোটরসাইকেলকে চ্যালেঞ্জ ছুঁড়ে নতুন মডেল বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করল হোন্ডা (Honda)। সম্প্রতি এদেশে তারা ‘CBR400R Four’ নামের জন্য পেটেন্ট দাখিল করেছে। যা একটি নতুন ফোর সিলিন্ডার ভার্সনের মোটরবাইক নির্মাণের ইঙ্গিত দেয়। 

এদিকে দীর্ঘদিন ধরেই জাপানের বাজারে Honda CBR400R বিক্রি হয়ে আসছে। এতে ব্যবহার করা হয়েছে একটি ৩৯৯ সিসি ইঞ্জিন। আবার এর বড় ভার্সন CBR500R, একটি ৪৭১ সিসি ইঞ্জিনে ছোটে। উভয় মডেলেই রয়েছে টুইন সিলিন্ডার। তবে আসন্ন মডেলে থাকছে ফোর সিলিন্ডার প্রযুক্তি। 

   

যদি বাস্তবেই ফোর সিলিন্ডার যুক্ত Honda CBR400R বাজারে আসে, তবে নিঃসন্দেহে বলা যায় বিদ্যমান মডেলগুলির তুলনায় এতে আরও বেশি আগ্রাসী ডিজাইন ফুটিয়ে তোলা হবে। আবার ট্রেন্ড মেনে ফক্স উইংলেট দেওয়া হতে পারে এতে। এছাড়া বাইকটিতে অ্যাডজাস্টেবল সাসপেনশন ও কুইক শিফ্টারের দেখা পাওয়া খুব স্বাভাবিক। কারণ এর প্রতিপক্ষ Kawasaki Ninja ZX-4R-তেও এই বৈশিষ্ট্য বর্তমান। 

Kia Sonet-এর Gravity এডিশন লঞ্চ হল, ফিচার ও দাম জানুন

প্রসঙ্গত, এদেশে পেটেন্ট দায়ের করার অর্থ এই নয় যে ভারতে বাইকটি (Honda CBR400R) এই নামে লঞ্চ করবে। এমনটা হতেই পারে যে সংস্থা শুধুমাত্র নামের স্বত্ব দাবি করার জন্য এমনটা করেছে। এর উত্তর দেবে সময়।