Honda CB350C Special Edition লঞ্চ হল, ২.০২ লাখের বাইকের বিশেষত্ব কী

Honda CB350C Special Edition লঞ্চ হল ভারতের বাজারে। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের জনপ্রিয় CB350 সিরিজ-কে নতুন পরিচয়ে বাজারে হাজির করেছে। নতুন নামকরণ করা…

Honda CB350C Special Edition Launched

Honda CB350C Special Edition লঞ্চ হল ভারতের বাজারে। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের জনপ্রিয় CB350 সিরিজ-কে নতুন পরিচয়ে বাজারে হাজির করেছে। নতুন নামকরণ করা হয়েছে CB350C, যার সঙ্গে যুক্ত হয়েছে এক্সক্লুসিভ স্পেশাল এডিশন। বেঙ্গালুরুতে এক্স-শোরুম মূল্য ধরা হয়েছে ২,০১,৯০০ টাকা। এই লঞ্চের মাধ্যমে ৩৫০ সিসি সেগমেন্টে হোন্ডা আরও শক্ত অবস্থান গড়ে তুলল, যেখানে রয়্যাল এনফিল্ড, জাওয়া ও ইয়েজদি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়। চলুন মোটরসাইকেলটির বিশষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

Honda CB350C Special Edition: রেট্রো লুকে আধুনিক ছোঁয়া

নতুন CB350C স্পেশাল এডিশনে রেট্রো ডিজাইনকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক, ফ্রন্ট ফেন্ডার ও রিয়ার ফেন্ডারে দেওয়া হয়েছে স্ট্রাইপ গ্রাফিক্স, যা বাইকটিকে আলাদা পরিচিতি দেবে। এছাড়াও বিশেষ স্পেশাল এডিশন স্টিকার ও নতুন করে ডিজাইন করা CB350C লোগো এই বাইকের বিশেষত্বকে ফুটিয়ে তুলেছে। রিয়ার গ্র্যাবরেল এখন ক্রোম ফিনিশে দেওয়া হয়েছে। সিটের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে দুটি বিকল্প—কালো বা বাদামী, যা নির্বাচিত রঙ অনুযায়ী পাওয়া যাবে। ক্রেতারা চাইলে রেবেল রেড মেটালিক বা ম্যাট ডিউন ব্রাউন কালারের মধ্যে বেছে নিতে পারবেন।

   

টেকনোলজি ও সেফটি ফিচার

ফিচারের দিকে তাকালে বাইকটিতে রয়েছে ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার সঙ্গে যুক্ত করা হয়েছে হোন্ডার স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC) এবং অ্যাসিস্ট/স্লিপার ক্লাচ। এই ফিচারগুলো রাইডিং-এ আরও বেশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য প্রদান করবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

ইঞ্জিনের দিক থেকে এখানে থাকছে হোন্ডার বিশ্বস্ত ৩৪৮.৩৬ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ ২১ বিএইচপি শক্তি উৎপন্ন করে ৫,৫০০ আরপিএম-এ এবং সর্বাধিক ২৯.৫ এনএম টর্ক দেয় ৩,০০০ আরপিএম-এ। ইঞ্জিনটির সঙ্গে যুক্ত করা হয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন সম্পূর্ণরূপে বিএস৬ OBD-2B এবং E20 ফুয়েল কমপ্লায়েন্ট, ফলে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বাইকটি হবে আরও কার্যকর।

সবদিক বিচার করলে নতুন Honda CB350C Special Edition শুধুমাত্র একটি বাইক নয়, বরং একটি অভিজ্ঞতা। রেট্রো-স্টাইল ডিজাইন, আধুনিক টেকনোলজি, উন্নত নিরাপত্তা ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন — সবকিছু একত্রিত হয়েছে এই মডেলে। ₹২.০২ লক্ষ দামে লঞ্চ হওয়া এই বাইক নিঃসন্দেহে ৩৫০ সিসি সেগমেন্টে হোন্ডার অবস্থানকে আরও মজবুত করবে। উৎসবের মরশুমে গ্রাহকদের কাছে এটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় এক বিকল্প।