ভারতে Honda CB300R আর কেনা যাবে না, পরিবর্তে আসছে এই বাইক

Honda CB300R india discontinued

ভারতের মোটরবাইকপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ নিয়ে এলো হোন্ডা। সংস্থাটি নীরবে তাদের জনপ্রিয় নেকেড স্পোর্টস বাইক Honda CB300R-কে ভারতের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। ডিলার সূত্রে জানা গেছে, শোরুমে এখন আর কোনও আনসোল্ড স্টক নেই এবং নতুন করে এই মডেলের বুকিংও নেওয়া হচ্ছে না। অর্থাৎ, স্পষ্টভাবে বলা যায় যে হোন্ডা আপাতত ভারতের বাজার থেকে CB300R মডেলটি বন্ধ করে দিয়েছে।

Advertisements

হোন্ডা সিবি৩০০আর প্রথমবার ভারতে আসে ২০১৯ সালে, সম্পূর্ণ সিকেডি (ভারতে যন্ত্রাংশ জুড়ে বিক্রি) ইউনিট হিসেবে। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই, ২০২০ সালে BS6 নির্গমন বিধি চালুর পর এই বাইকটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালের শুরুতে হোন্ডা আবার এই মডেলটি ভারতে ফিরিয়ে আনে, এবার স্থানীয়ভাবে কিছু কম্পোনেন্ট ব্যবহার করে উৎপাদন শুরু হয়। তবুও, খুব অল্প সময়ের মধ্যেই আবারও এটি উৎপাদন ও বিক্রির তালিকা থেকে বাদ পড়ল।

   

Honda CB300R: সবচেয়ে হালকা বাইক হিসেবে খ্যাতি

CB300R ছিল তার সেগমেন্টের মধ্যে সবচেয়ে হালকা বাইক — মাত্র ১৪৬ কেজি ওজনের। এর শেষ লিস্টেড দাম ছিল ২.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। বাইকটিতে ব্যবহার করা হয়েছিল ২৮৬ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৯০০০ আরপিএম-এ ৩১.১ বিএইচপি পাওয়ার এবং ৭৫০০ আরপিএম-এ ২৭.৫ এনএম টর্ক উৎপন্ন করত। এই ইঞ্জিনটি জনপ্রিয় CBR250R-এর উপর ভিত্তি করে তৈরি হলেও এতে উল্লেখযোগ্য আপগ্রেড ছিল। পারফরম্যান্সে এটি ছিল ঝাঁজালো, হ্যান্ডলিংও ছিল অত্যন্ত নির্ভুল, কিন্তু KTM-এর প্রতিদ্বন্দ্বী বাইকগুলির মতো অতিরিক্ত আক্রমণাত্মক নয়—এই ভারসাম্যই CB300R-কে আলাদা করেছিল।

বন্ধ হওয়ার সম্ভাব্য কারণ

হোন্ডা যদিও আনুষ্ঠানিকভাবে কোনও কারণ জানায়নি, তবে বিশেষজ্ঞদের মতে এর পিছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, সংস্থা তাদের Rebel 300 ক্রুজার বাইকটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। Rebel 300 এবং CB300R উভয়েই একই ইঞ্জিন ব্যবহার করে, এবং দামের ক্ষেত্রেও কাছাকাছি অবস্থানে থাকবে। তাই দুটি মডেল একসঙ্গে বাজারে থাকলে বিক্রির ক্ষেত্রে পরস্পরের মধ্যে ক্যানিবালাইজেশন ঘটার আশঙ্কা থেকেই একটিকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

দ্বিতীয়ত, যদিও CB300R নতুন নির্গমন বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বাইকটি বাজারে প্রত্যাশিত বিক্রি করতে পারেনি। প্রথম দিকে এর দাম অনেক বেশি থাকায় গ্রাহকদের মধ্যে আগ্রহ কম দেখা যায়। পরে দাম কমানো হলেও বাইকটি তেমন সাড়া পায়নি। ফলে হোন্ডা সম্ভবত আরও কার্যকর একটি মডেল—যেমন Rebel 300—নিয়ে নতুনভাবে বাজার ধরতে চাইছে।

ভবিষ্যতে ফেরত আসবে কি CB300R?

এই মুহূর্তে হোন্ডার CB300R-এর পুনরাগমনের কোনও ইঙ্গিত দেয়নি। তবে যারা এই বাইকের হালকা ও ফুরফুরে রাইডিং ডায়নামিক্স পছন্দ করতেন, তাদের জন্য এটি হতাশার খবর বটে। হোন্ডার Rebel 300 ভারতে এলে সেটি হয়তো নতুন করে ৩০০ সিসি সেগমেন্টে ব্র্যান্ডের অবস্থানকে মজবুত করবে। যাই হোক, Honda CB300R ভারতের মোটরবাইক বাজারে তার সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল অধ্যায় শেষ করল। এখন নজর থাকবে, কবে এবং কীভাবে Honda Rebel 300 ভারতীয় রাস্তায় আত্মপ্রকাশ করে।