তারুণ্যে ভরা নতুন Honda CB1000 Hornet আসছে? ফাঁস হওয়া নথি জল্পনা বাড়াল

কিছুদিন আগেই Honda CB1000 Hornet-এর পেটেন্ট ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এবারে মোটরসাইকেলটির অ্যাপ্রুভাল ডকুমেন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। ফলে ভারতের বাজারে বাইকটির লঞ্চের জল্পনা আরও জোড়াল…

Honda CB1000 Hornet's document leaked

কিছুদিন আগেই Honda CB1000 Hornet-এর পেটেন্ট ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এবারে মোটরসাইকেলটির অ্যাপ্রুভাল ডকুমেন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। ফলে ভারতের বাজারে বাইকটির লঞ্চের জল্পনা আরও জোড়াল হয়েছে। এদিকে ইতিমধ্যেই এদেশে এর ডিজাইন পেটেন্ট দায়ের করা হয়েছে। ফলে বাজারে লঞ্চ কেবলমাত্র সময়ের অপেক্ষা বলা যায়। চলুন Honda CB1000 Hornet-এর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

পুরোদস্তুর স্পোর্টি ডিজাইনের CB1000 Hornet-এ রয়েছে তারুণ্যের শক্তি। আধুনিক ডিজাইন যে কারোর নজর কাড়তে বাধ্য। রয়েছে পেশীবহুল ফেয়েল ট্যাঙ্ক ও স্লিক ফ্রন্ট। তবে Ducati Streetfighter-এর হেডলাইট রয়েছে। তা সত্ত্বেও এর সার্বিক ডিজাইন প্রতিপক্ষদের ঈর্ষার কারণ। অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। 

   

যাই হোক, শক্তির উৎস হিসাবে Honda CB1000 Hornet একটি ৯৯৯ সিসি, ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিন সহ হাজির হবে। এটি থেকে ১৫০ এইচপি শক্তি এবং ১০০ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গত দিতে থাকছে ৬-গতির গিয়ারবক্স। আবার এটি হতে পারে বাইকটিক SP মডেল, যা স্ট্যান্ডার্ড ভার্সনের তুলনায় সামান্য শক্তিশালী।

দীপাবলির আগে ইলেকট্রিক স্কুটারে ধামাকাদার অফার! 10,000 ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে iVoomi

হার্ডওয়্যারের বৈশিষ্ট্যের মধ্যে এই বাইকে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, পিছনে একটি মনোশক, ডুয়েল ফ্রন্ট এবং সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক। এতে স্মার্টফোন কানেক্টিভিটি, রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল লেভেল, এবিএস মোড, একটি টিএফটি স্ক্রিন থাকতে পারে। এ বছর নভেম্বরে অনিষ্ঠিত হতে চলা EICMA 2024-এ বাইকটি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।