উঠতি প্রজন্মের আদর্শ স্কুটি Honda Beat বিদেশ কাঁপাচ্ছে, ভারতে লঞ্চের সম্ভাবনা কতটা?

ভারতের মত সম্ভাবনাময় টু হুইলারের বাজারে একের পর এক মডেলের ডিজাইন পেটেন্ট দায়ের করে চলেছে হোন্ডা (Honda)। উড়তি প্রজন্মকে আকৃষ্ট করতে এবারে একটি নতুন স্কুটার…

Honda-Beat

ভারতের মত সম্ভাবনাময় টু হুইলারের বাজারে একের পর এক মডেলের ডিজাইন পেটেন্ট দায়ের করে চলেছে হোন্ডা (Honda)। উড়তি প্রজন্মকে আকৃষ্ট করতে এবারে একটি নতুন স্কুটার আনতে চলেছে সংস্থা। যার নাম – হোন্ডা বিট (Honda Beat)। জানিয়ে রাখি, এই স্কুটারটি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বাজারে বেশ জনপ্রিয়।  

এদিকে ভারতের বাজারে ‘স্টেপ-থ্রু’ স্কুটির সেভাবে বাজার নেই বললেই চলে। বিগত ক’বছরে জাপানি ব্র্যান্ডটি এদেশে বেশকিছু মডেলের পেটেন্ট ডিজাইন দায়ের করেছে। বিশ্ববাজারে বিক্রিত প্রায় প্রতিটি মডেলের রেজিস্ট্রেশন সেরে রেখেছে তারা। এর অর্থ এই নয় যে, এগুলির প্রতিটি এদেশের বাজারে লঞ্চ করা হবে। বরং ভারতে তাদের বাইকের ডিজাইনের স্বত্ব দাবি করার জন্যই এমনটা করা হচ্ছে।

   

Honda Beat-এ রয়েছে একটি ট্র্যাডিশনাল ফ্লোরবোর্ড। এতে শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি ১১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা Honda Activa-তেও ব্যবহার করা হয়েছে। এই ১১০ সিসি মোটর থেকে উৎপন্ন হয় ৭,৫০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ৯.২ এনএম টর্ক। 

ফিচারের প্রসঙ্গে বললে, Honda Beat-একটি প্রিমিয়াম স্কুটার। এতে উপস্থিত কিলেস ইগনিশন, ১৪ ইঞ্চি হুইল, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম এবং এলইডি হেডলাইট। এছাড়া রয়েছে সিঙ্গেল সিট, আকর্ষণীয় গ্র্যাবরেল। একাধিক কালার অপশনে বিক্রি করা হয় মডেলটি। তবা আপাতত ভারতের বাজারে এই বাইক লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।