আগামী ২৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখছে Honda Activa Electric। বলার আপেক্ষা রাখে না, এটি এদেশে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার। এতদিনে এটিও জানা গিয়েছে যে, এটি সংস্থার তথা দেশের বেস্ট সেলিং স্কুটার Activa আইসিই মডেলের উপর ভিত্তি করে আসছে। এখন বিষয় হচ্ছে, লঞ্চের আগে ফের মডেলটির টিজার প্রকাশ করল হোন্ডা (Honda)। তবে এর স্পেসিফিকেশন এখনও রহস্যাবৃত রয়েছে।
অলিম্পিকে পদক জয়ীদের ইলেকট্রিক গাড়ি উপহার ব্রিটিশ সংস্থার
Honda Activa Electric আগামী ২৭ নভেম্বর লঞ্চ হচ্ছে
ইলেকট্রিক মোটর যুক্ত Honda Activa Electric-এ প্রথাগত দর্শন ফুটিয়ে তোলা হয়েছে। Honda Activa Electric-এ লম্বা বারের ন্যায় হেডলাইটের দেখা পাওয়া গেছে, যা ফ্রন্ট অ্যাপ্রনে প্রতিস্থাপিত। ভারতে এটি জাপানি সংস্থাটির প্রথম ইলেকট্রিক স্কুটার। দীর্ঘদিন ধরে মডেলটির লঞ্চের খবর শোনা যাচ্ছিল। অবশেষে সম্ভাব্য ক্রেতাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আশা করা হচ্ছে, হোন্ডা তাদের প্রথম ইভি মডেলটি একগুচ্ছ ফিচার এবং প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ হয়ে আসবে।
KTM আনল বিরাট চমক! ভারতে একসঙ্গে ১০টি নতুন মোটরসাইকেল লঞ্চের ঘোষণা
এখনও পর্যন্ত Activa Electric সম্পর্কে বিশদে কিছু জানা না গেলেও হোন্ডা বলেছে, এটি পারফরম্যান্সের দিক থেকে সংস্থার ১১০ সিসি আইসিই মডেলের সমান ক্ষমতা সম্পন্ন হবে। এ থেকে স্পষ্ট যে, জাপানি সংস্থাটি সর্বসাধারণের জন্য ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনা করছে। অর্থাৎ এটি প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে না। একটি ফিক্সড ব্যাটারি দেওয়া হতে পারে এতে।
An enthralling journey awaits you. Stay tuned to #ElectrifyYourDreams#Honda #ThePowerOfDreams pic.twitter.com/442sMMGGUA
— Honda 2 Wheelers India (@honda2wheelerin) November 12, 2024
শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত মডেল হিসাবে আসবে এটি। আবার ফ্যামিলি স্কুটারের বৈশিষ্ট্যের দেখা মিলতে পারে। অনুমান করা হচ্ছে, সম্পূর্ণ চার্জ থাকলে এই স্কুটি ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। ফিচারের মধ্যে দেওয়া হতে পারে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য।
ক্র্যাশ টেস্টে সর্বাধিক রেটিং, সুরক্ষায় মাহিন্দ্রার এই ইলেকট্রিক গাড়ির নতুন নজির
রিপোর্টের দাবি, Honda Activa Electric-এর ফ্রেমের ডিজাইন এমনভ্বে করা হবে, যাতে একসঙ্গে ব্যাটারি ও মোটর অবস্থান করতে পারে। এতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশনের দেখা মিলতে পারে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক থাকবে বলে আশা করা হচ্ছে। TVS iQube, Ather Rizta এবং Bajaj Chetak-এর সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে Activa Electric-এর দাম উক্ত মডেলগুলির কাছাকাছি ধার্য করা হতে পারে।