Honda Activa Electric বৈদ্যুতিক স্কুটারের বাজারে Ola, TVS-এর ঘুম কাড়বে, নতুন বছরেই লঞ্চ

ইলেকট্রিক টু হুইলারের বাজারে বর্তমানে নেতৃত্ব দিয়ে চলেছে ওলা, এথার, টিভিএস-এর মত সংস্থাগুলি। সেখানে দেশের মোটরসাইকেল ও স্কুটারের বাজারে প্রথম সারির কোম্পানি হোন্ডা (Honda) এক্ষেত্রে…

Honda-Activa-Electric will come this day

ইলেকট্রিক টু হুইলারের বাজারে বর্তমানে নেতৃত্ব দিয়ে চলেছে ওলা, এথার, টিভিএস-এর মত সংস্থাগুলি। সেখানে দেশের মোটরসাইকেল ও স্কুটারের বাজারে প্রথম সারির কোম্পানি হোন্ডা (Honda) এক্ষেত্রে এখনও বেশ কয়েক কদম পিছিয়ে রয়েছে। তবে এবারে তারা বাজারে ইলেকট্রিক স্কুটার আনার অন্তিম পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। সব ঠিকঠাক চললে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যেই লঞ্চ হবে মডেলটি। এটি হচ্ছে – Honda Activa Electric। জাপানের বাজারে তৈরি মডেলটি ভারত সহ এশিয়ার আরও একাধিক দেশের বাজারে হাজির হবে। 

অফিসিয়াল ওয়েবসাইটে হোন্ডা জানিয়েছে, বর্তমানে তারা একটি ইলেকট্রিক স্কুটারের প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চালাচ্ছে, যার উপর ভিত্তি করে আগামীতে একাধিক মডেল বাজারে আনা হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই উদ্যোগ সংস্থার। 

   

লঞ্চের আগে Royal Enfield Interceptor Bear 650-এর কালার অপশন প্রকাশ্যে এল, জেনে নিন

এখনও পর্যন্ত Honda Activa Electric সম্পর্কে বিশদে কিছু জানা না গেলেও হোন্ডা বলেছে এটি পারফরম্যান্সের দিক থেকে সংস্থার ১১০ সিসি আইসিই মডেলের সমান ক্ষমতা সম্পন্ন হবে। এ থেকে এটি স্পষ্ট যে, জাপানি সংস্থাটি সর্বসাধারণের জন্য ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনা করছে। অর্থাৎ এটি প্রিমিয়াম সেগমেন্টের হবে না। একটি ফিক্সড ব্যাটারি সহ আসবে স্কুটারটি। 

উন্মোচিত হল কাওয়াসাকির জনপ্রিয় বাইক, ভারতের বাজার তোলপাড় করতে আসছে

প্রসঙ্গত, বর্তমানে ভারতের আইসিই স্কুটারের বাজারে Activa 110 বেস্ট সেলিং স্কুটার। কিন্তু ইভি সেগমেন্টে Ola, TVS ও Bajaj রাজ করে চলেছে। ভারতে কেমন বৈশিষ্ট্যের ইলেকট্রিক স্কুটার আনবে হোন্ডা সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই এদেশে iQube ও Chetak-এর মত মডেলগুলি জনপ্রিয়তার শিখরে অধিষ্ঠান করছে। সেদিক থেকে Honda Activa Electric মানুষের মনে কতটা দাগ কাটতে সক্ষম হয়, এখন তাই দেখার।