Honda Activa Electric আগামী ২৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখছে। ইতিমধ্যেই এই আসন্ন ইলেকট্রিক স্কুটার ঘিরে ক্রেতাদের অন্তহীন উৎসাহ দেখা যাচ্ছে। এরই মাঝে একের পর এক টিজার প্রকাশ করে চলেছে হোন্ডা (Honda)। কিছুদিন আগে মডেলটির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখানো হয়েছিল। এবারে সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও এক টিজার প্রকাশ করল সংস্থা। যেখানে এর রিমুভেবল ব্যাটারি দেখান হয়েছে। আবার সিটের নীচে দুটি ব্যাটারি উপস্থিত।
Royal Enfiled’র নতুন ইনিংস! 750cc ক্যাফে রেসার বাইক প্রথমবার ধরা দিল, কবে লঞ্চ?
Honda Activa Electric রিমুভেবল ব্যাটারি সহ আসছে
জানিয়ে রাখি, হোন্ডা আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই রিমুভেবল ব্যাটারি সহ ইলেকট্রিক স্কুটার বিক্রি করে থাকে। সুবিধা হচ্ছে, এগুলি যে কোন খুলে চার্জে বসানো যায়। এবারে ভারতে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার Honda Activa Electric-তেও এই একই প্রযুক্তি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
টিজারে দেখানো হয়েছে একটি সোয়াপেবল ব্যাটারি স্টেশন থেকে ফুল চার্জড ব্যাটারি স্কুটারে প্রতিস্থাপিত করা হচ্ছে। এদিকে স্কুটারটিতে ইতিমধ্যেই একটি ব্যাটারি ছিল। স্কুটারের ব্যাটারি খুলে চার্জ দেওয়া গেলে তার সুবিধা অনেক। এতে ব্যবহারকারীর অনেক প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে চলতে পারেন।
Something exciting is looming on the horizon. Get ready to #ElectrifyYourDreams#Honda #ThePowerOfDreams pic.twitter.com/JEqwLooijI
— Honda 2 Wheelers India (@honda2wheelerin) November 21, 2024
বাড়িতে বা হোন্ডার ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে এই ব্যাটারি চার্জ করাতে পারবেন ব্যববারকারীরা। প্রসঙ্গত, ব্যাটারির স্পেসিফিকেশন ও অন্যান্য বৈশিষ্ট্য এখনও জানা যায়নি। ২৭ নভেম্বর লঞ্চের সময় বিশদ বৈশিষ্ট্য সামনে আনবে সংস্থা।
এর আগে টিজারে Activa Electric-এর দু’ধরণের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি টিএফটি এবং এলসিডি-র ছবি প্রকাশ করা হয়েছে। তাই দেখে অনুমান করা হচ্ছে, এই স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে আনা হবে। এর হায়ার ভ্যারিয়েন্টে থাকছে একটি টিএফটি ডিসপ্লে। দর্শনের দিক থেকে এটি বেশ আকর্ষণীয়।
হোন্ডার ইলেকট্রিক স্কুটারে দুটি রাইডিং মোড থাকছে – স্ট্যান্ডার্ড ও স্পোর্ট। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ব্যাটারি ফুল চার্জে ১০৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে জানা গিয়েছে। তবে বাস্তবে এর রেঞ্জ কমে ৮০-৮৫ কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
টপ-স্পেক Honda Activa Electric-এ ফিচারের মধ্যে থাকছে অন-বোর্ড নেভিগেশন এবং মিউজিক কন্ট্রোল। সিম্পল কালার এলসিডি সহ আসছে স্কুটারটি। এছাড়া থাকছে স্পিড এবং ব্যাটারি লেভেল দেখার জন্য ট্রিপ মিটার। ২৭ নভেম্বর লঞ্চের পর এর স্পেসিফিকেশন বিশদে জানা যাবে।