Honda Activa e অবশেষে লঞ্চ হল, অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন ১০২ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে!

Honda Activa e

Honda Activa e ক্রেতাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল। দেশের বেস্ট সেলিং স্কুটারের ইলেকট্রিক ভার্সনের দাম ১.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। মডেলটি ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে। এদিকে এ মাসের শুরু থেকেই মডেলটির বুকিং চালু হয়ে গিয়েছে।

Advertisements

উল্লেখযোগ্য বিষয়, কোম্পানি স্কুটারটির একটি হায়ার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। Activa e RoadSync Duo ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৫২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে ‘Saas’ পরিষেবা সহ উপলব্ধ হয়েছে।

Honda Activa e লঞ্চ হল

হোন্ডার নতুন অ্যাক্টিভা ই ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক স্কুটারটি একটি সিম্পল ও মডার্ন ডিজাইন নিয়ে এসেছে। এতে কোনো অতিরিক্ত কাট ও ডিজাইনিং রেখা নেই, যা এটিকে মিনিমালিস্টিক ও চমৎকার লুক প্রদান করেছে। স্কুটারটির অ্যাপ্রন-মাউন্টেড এলইডি হেডলাইট ও হ্যান্ডেলবার-মাউন্টেড ডিআরএল (ডে-টাইম রানিং লাইট) একে আরও আধুনিক চেহারা দিয়েছে। এছাড়া স্কুটারটিতে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্টের সুবিধা প্রদান করে।

অ্যাক্টিভা ই-তে সুইংআর্ম-মাউন্টেড ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর রয়েছে, যা শক্তিশালী পারফরম্যান্স দিতে সক্ষম। এই স্কুটারটি ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ অর্জন করতে মাত্র ৭.৩ সেকেন্ড সময় নেয় এবং সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা। চালকদের জন্য এতে তিনটি রাইডিং মোড উপলব্ধ – ইকো, স্ট্যান্ডার্ড ও স্পোর্ট।

Advertisements

Honda Activa e-তে দুটি ১.৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে, যা ১০২ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। এই ব্যাটারিগুলি সোয়াপেবল (পরিবর্তনযোগ্য), অর্থাৎ চালক সহজেই ব্যাটারি বদলাতে পারবেন, আবার খুলে যে কোন জায়গায় চার্জে বসাতে পারবেন। হোন্ডা ইতিমধ্যেই ব্যাটারি-সোয়াপিং স্টেশন নির্মাণের কাজ করছে, যা ভবিষ্যতে চার্জিং প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

হোন্ডা অ্যাক্টিভা ই-এর বুকিং শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই এর ডেলিভারি শুরু হবে। এই বৈদ্যুতিক স্কুটারটি পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে— পার্ল সিরেনিটি ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, ম্যাট ফগি সিলভার মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ও পার্ল শ্যালো ব্লু।

অ্যাক্টিভা ই-এর বাজারে আগমন ভারতে বৈদ্যুতিক স্কুটারের প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে। এই স্কুটারটি স্টাইল, প্রযুক্তি ও পারফরম্যান্সের দারুণ মিশ্রণ এবং শহুরে রাস্তায় যাতায়াতের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।