২০২৪-এর অন্তিম মুহূর্তে ভারতে টু হুইলারের বাজারে দ্বিতীয় বৃহত্তম সংস্থা হোন্ডা (Honda) নতুন সংস্করণের অ্যাক্টিভা নিয়ে হাজির হল। নয়া ভার্সনের Honda Activa 125-এ আপডেট হিসাবে নতুন ফিচার্স দেওয়া হয়েছে। আবার ডিজাইনেও রয়েছে চমক। আর কয়েকদিনের মধ্যেই মডেলটির বিক্রি শুরু হবে। চলুন তাহলে নতুন অ্যাক্টিভা ১২৫-এর বিশদ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে চেতক ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চ হল, দাম ১.২০ লাখ
নতুন Honda Activa 125 লঞ্চ হল
Honda Activa 125-এর নতুন মডেল দুটি ভ্যারিয়েন্টে এসেছে – DLX এবং H-Smart। প্রথমটির দাম ৯৪,৪২২ টাকা ধার্য করা হয়েছে। যেখানে দ্বিতীয় ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়বে ৯৭,১৪৬ টাকা। দুটিই এক্স-শোরুম মূল্য অনুযায়ী। উভয় ভ্যারিয়েন্টের ডিজাইনেই আপডেট দেওয়া হয়েছে। কিন্তু টপ-স্পেক ভ্য়ারিয়েন্ট H-Smart সম্পূর্ণ নতুন ফিচার পেয়েছে।
হোন্ডা তাদের ১২৫ সিসি স্কুটারে একটি নতুন ৪.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে দিয়েছে। এটি ব্লুটুথ সমর্থন করে। সংস্থার Honda RoadSync মোবাইল অ্যাপের মাধ্যমে ব্লুটুথ দ্বারা টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে কানেক্ট করে এর সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া রয়েছে একটি সি-টাইপ চার্জিং পোর্ট। ফলে রাস্তায় চলতে চলতেও মোবাইল চার্জ করা যাবে।
ভারতীয় সেনার মুকুটে নতুন পালক! বাইকের কেরামতিতে গড়ল গিনেস ওয়ার্লড রেকর্ড
Activa 125 একটি সিঙ্গেল সিলিন্ডার OBD 2B ভিত্তিক ইঞ্জিন সহ এসেছে। এটি থেকে আগের মডেলের সমান শক্তি উৎপন্ন হবে। তবে নতুন প্রযুক্তি যোগ হওয়ার ফলে এখন মাইলেজ কেমন মিলবে, সে প্রসঙ্গে কোন তথ্য প্রকাশ করেনি হোন্ডা। মডেলটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম, এতে জ্বালানি কম পুড়বে। বাজারে Honda Activa 125-এর প্রতিদ্বন্দী হিসাবে রয়েছে TVS Jupiter 125 এবং Suzuki Access 125।