Honda Activa-র গায়ে জ্বর বাড়াতে এ বছর পুজোয় লঞ্চ হচ্ছে Hero-র নতুন স্কুটার

বর্তমানে হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে চারটি ইন্টার্নাল কম্বাশন (আইসি) ইঞ্জিন যুক্ত স্কুটার বিক্রি করে। যার মধ্যে অন্যতম হিরো ডেসটিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125…

Hero Destini 125 set to launch soon

বর্তমানে হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে চারটি ইন্টার্নাল কম্বাশন (আইসি) ইঞ্জিন যুক্ত স্কুটার বিক্রি করে। যার মধ্যে অন্যতম হিরো ডেসটিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125 Xtec)। এখন বিষয় হচ্ছে, বহুদিন হয়ে গেল এই স্কুটারটি সেভাবে উল্লেখযোগ্য কোন আপডেট পায়নি। তবে এবারে ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে হিরো Destini 125-এর নতুন সংস্করণ লঞ্চ করতে চলেছে। সম্প্রতি উক্ত মডেলটির নতুন ভার্সনের পেটেন্ট ছবি ফাঁস হয়েছে অনলাইনে। যা স্কুটারটির নয়া সংস্করণ লঞ্চের জল্পনা উসকে দিয়েছে। চলুন এই স্কুটিতে কেমন বৈশিষ্ট্য দেওয়া হবে দেখে নেওয়া যাক।

Hero Destini 125-এর ছবি ফাঁস

   

ফাঁস হওয়া ছবিতে হিরো ডেসটিনি ১২৫-এর (Hero Destini 125) পিছনের ডিজাইন দেখা গিয়েছে। যা বাজার চলতি মডেলটির তুলনায় সামান্য ভিন্ন। এতে একটি অতিরিক্ত ল্যাম্পের সঙ্গে স্লিপার টেল ল্যাম্প ইউনিট উপস্থিত। এক্সটার্নাল ফুয়েল ফিলিংয়ের জন্য দেওয়া হয়েছে নতুন লিড। আবার রয়েছে ফ্ল্যাট সাইড বডি প্যানেল। 

সম্প্রতি অপর একটি ফাঁস হওয়া ছবিতে হিরো ডেসটিনি ১২৫-এর সামনের অংশের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল। সিট, অ্যালয় হুইল, ইন্সট্রুমেন্টেশন থেকে শুরু করে হেড ল্যাম্প, সবেতেই থাকছে নতুনত্বের চমক। আবার টপ-এন্ড ভ্যারিয়েন্টে প্রিমিয়াম লুক দিতে কপার অ্যাক্সেন্ট যোগ করা হয়েছে। 

উপরিউক্ত পরিবর্তনগুলি ছাড়া হিরো ডেসটিনি ১২৫-এর পাওয়ারট্রেনে কোন বদল ঘটানো হবে না বলেই অনুমান। আগের মতই একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে এটি। যার আউটপুট ৯ বিএইচপি এবং ১০.৪ এমএম টর্ক। এতে সংযুক্ত একটি সিভিটি গিয়ারবক্স। সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক ইউনিট। এবছর উৎসবের মরসুমে বাজারে পা রাখতে পারে এই নয়া মডেলটি। এর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় উপস্থিত Suzuki Access 125, TVS Jupiter 125 ও Honda Activa 125।