125 সিসি সেগমেন্টে জোর, বাজার তোলপাড় করতে হিরো আনছে আরও এক নয়া স্কুটার

Hero Destini 125-র পর এবার আরও একটি ১২৫ সিসি নতুন স্কুটার আনছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। কোন মডেল জানতে চান? এটি হচ্ছে হিরো জুম ১২৫আর…

Hero-Xoom-125R

Hero Destini 125-র পর এবার আরও একটি ১২৫ সিসি নতুন স্কুটার আনছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। কোন মডেল জানতে চান? এটি হচ্ছে হিরো জুম ১২৫আর (Hero Xoom 125R)। এখানেই শেষ নয়। সংস্থার আগত মডেলের তালিকায় নাম রয়েছে আরও একটি নতুন মডেল।

জানা গিয়েছে, এবারে হিরো Xoom 125R-এর পাশাপাশি Hero Xoom 160 আনাছে। যদিও এই সম্পর্কে এখনও অফিসিয়ালি কিছু জানায়নি হিরো। সম্প্রতি রাজস্থানে সংস্থার কারখানার সামনে Xoom 125R-এর টেস্টিং চালাতে দেখা গিয়েছে। দর্শনের দিক থেকে এটি বেশ হৃষ্টপুষ্ট। মডেলটির পেছন দিকের ছবি প্রকাশ্যে এসেছে। এতে রয়েছে শার্প রিয়ার সেকশন ও স্প্লিট এলইডি টেললাইট। এছাড়া উপস্থিত স্প্লিট গ্র্যাবরেল ও বৃহৎ পিলিয়ন ফুটরেস্ট প্লেট। 

   

Hero Xoom 125R একটি ১২৪.৬ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিনের উপর ভিত্তি করে আসবে। এটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৯.৪ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১০.১৬ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকবে একটি সিভিটি।

উল্লেখযোগ্য ফিচার হিসেবে Hero Xoom 125R-এ থাকছে এলইডি ইলুমিনেশন, ব্লুটুথ কানেক্টিভিটিফ সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন, যেখানে কল ও এসএমএস অ্যালার্ট ভেসে উঠবে। একটি স্টিল চ্যাসিসের উপর ভর করে আসবে এই বাইক। এর সঙ্গে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশন। আবার ফ্রন্ট ডিস্ক ও রিয়ার ড্রাম ব্রেক সহ আসবে স্কুটারটি।

চুপিসারে ভারতের বাজার থেকে বিদায় নিল Honda-র এই ‘প্রসিদ্ধ’ মোটরসাইকেল

বাজারে লঞ্চ হলে Hero Xoom 125R-এর সঙ্গে টক্কর নেবে TVS Ntorq 125, Honda Dio 125, and the Suzuki Avenis। অনুমান করা হচ্ছে, এই মডেলটির দাম ৮০,০০০ টাকা থেকে শুরু হতে পারে। আবার হায়ার-স্পেক ভ্যারিয়েন্টের মূল্য রাখা হতে পারে ৯০,০০০ টাকার কাছাকাছি।