হিরো আনছে সবচেয়ে সস্তার ই-স্কুটার, ফিচার শুনলে অবাক হবেন

ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে বিশেষ গুরুত্ব আরোপ করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। দেশের বাজারে এই জাতীয় স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা প্রত্যক্ষ করে এমন সিদ্ধান্ত সংস্থার। তাদের…

Hero Vida V2 Lite will be arriving

ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে বিশেষ গুরুত্ব আরোপ করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। দেশের বাজারে এই জাতীয় স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা প্রত্যক্ষ করে এমন সিদ্ধান্ত সংস্থার। তাদের বৈদ্যুতিক দু’চাকার গাড়ির সাব-ব্র্যান্ড ভিডা-র (Vida) অধীনে Vida V2 Pro এবং V2 Plus-এর সঙ্গেই একটি তুলনামূলক সস্তার স্কুটি উন্নয়নের কাজ চালাচ্ছে হিরো। এটি হচ্ছে Hero Vida V2 Lite। এক লাখের কমেই বাজারে হাজির হতে পারে মডেলটি।

Royal Enfield, BSA-কে টেক্কা দিতে ২০২৫-এ হিরো আনছে নতুন স্ক্র্যাম্বলার বাইক

   

Hero Vida V2 Lite খুঁটিনাটি

Hero Vida V2 Lite সংস্থার বিদ্যমান V1 ইলেকট্রিক স্কুটারের অনুরূপ ডিজাইন সহ বাজারে আসবে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু নতুনত্ব হিসাবে এতে নয়া কালার স্কিম যোগ করা হয়েছে। যথা এটি ম্যাট অ্যাব্রাক্স অরেঞ্জ, গ্লসি স্পোর্টস রেড, গ্লসি ব্ল্যাক এবং ম্যাট হোয়াইট। স্কুটারের চেহারা আকর্ষণীয় হলেও এটি সাশ্রয়ী মূল্যেই বাজারে আসবে।

রিপোর্টে দাবি করা হয়েছে, Vida V2 Lite-এ একটি ২.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি অফার করা হতে। যা ফুল চার্জে ৬৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এস সঙ্গে থাকছে একটি ৩.৯ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। এটি প্রতি ঘণ্টায় ৬৯ কিলোমিটার গতিবেগ তুলতে সহায়তা করবে।

হিরো আনছে Vida V2 Pro এবং V2 Plus নতুন সংস্করণ, আরও বেশি রেঞ্জ এবং পারফরম্যান্স

তাৎপর্যপূর্ণ বিষয়, Hero Vida V2 Lite-এর ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে বলে দাবি করা হয়েছে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, V2 Lite-এর সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক থাকবে। সাসপেনশন হিসেবে ব্যবহার করা হবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। এটি ১২-ইঞ্চি হুইলের উপর ভর করে চলবে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে রয়েছে Follow-me-home লাইট, কী-লেস অপারেশন, ক্রুজ কন্ট্রোল, টু-ওয়ে থ্রটল, ইনকামিং কল অ্যালার্ট এবং সম্পূর্ণ এলইডি লাইট।

প্রসঙ্গত, Vida V2 Lite শীঘ্রই বাজারে আসতে চলেছে। এটি Hero MotoCorp-এর Vida ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আনা হচ্ছে। বাজেট-সচেতন ক্রেতাদের কাছে এটি একটি আদর্শ ইলেকট্রিক স্কুটার হয়ে উঠতে পারে।