Hero আনছে Vida Ubex ইলেকট্রিক বাইক, EICMA 2025-এ আত্মপ্রকাশ

Hero to Unveil Vida Ubex Electric Bike at EICMA 2025

হিরো মোটোকর্প তাদের ইলেকট্রিক সাব-ব্র্যান্ড ভিডার অধীনে আনতে চলেছে এক নতুন ইলেকট্রিক মোটরসাইকেল কনসেপ্ট — নাম Vida Ubex। EICMA ২০২৫-এর আগে প্রকাশিত টিজারে এই বাইকটির প্রথম ঝলক দেখা গেছে, যা দেখে বোঝা যাচ্ছে এটি একটি সম্পূর্ণ নতুন দিকের সূচনা হতে পারে হিরোর ইলেকট্রিক টু-হুইলার পোর্টফোলিওর জন্য। এই কনসেপ্ট মডেলটি শুধু ডিজাইনেই নয়, প্রযুক্তিতেও হিরোর প্রথম প্রোডাকশন ইলেকট্রিক মোটরসাইকেলের সম্ভাবনাকে সামনে আনছে।

Advertisements

Hero আনছে Vida Ubex ইলেকট্রিক বাইক

প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে বাইকটির প্রোফাইল একদম রোড-ফোকাসড, যেখানে Hero Xtreme সিরিজের মতো ফরওয়ার্ড-ক্যান্টেড ডিজাইন ব্যবহার করা হয়েছে। তীক্ষ্ণ নকশার হেডল্যাম্প হাউজিং, উঁচু পিলিয়ন সিট এবং অ্যাথলেটিক প্রোপোরশন একে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাইকের গঠন দেখে বোঝা যায় এতে থাকবে পাঁচ-স্পোক অ্যালয় হুইল, সামনের ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক এবং চেইন-ড্রাইভ সিস্টেম। সবচেয়ে নজরকাড়া দিক হলো মাঝখানে স্থাপিত মনোশক সাসপেনশন সেটআপ, যা Xtreme ২৫০R-এর মতো স্পোর্টি চরিত্র প্রকাশ করে।

   

হিরো সম্ভবত এই বাইকে ব্যবহার করবে তাদের উন্নতমানের কিছু প্রিমিয়াম পার্টস, যেমন USD ফ্রন্ট ফর্ক, TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং ওয়্যারলেস কানেক্টিভিটি ফিচার। এসব বৈশিষ্ট্য একে শুধুমাত্র একটি ইলেকট্রিক বাইক নয়, বরং একটি হাই-টেক পারফরম্যান্স মোটরসাইকেল হিসেবে প্রতিষ্ঠা করবে।

পাওয়ারট্রেন

যদিও এখনও পাওয়ারট্রেন সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি, তবে ডিজাইন দেখে অনুমান করা যায় যে বাইকটিতে থাকবে মিড-ড্রাইভ ইলেকট্রিক মোটর, যেখানে ব্যাটারি ও মোটর ইউনিট ইঞ্জিন হাউজিং-এর জায়গায় একীভূতভাবে স্থাপন করা হবে। এটি শুধু ভারসাম্য রক্ষা করবে না, বরং পারফরম্যান্সকেও উন্নত করবে। চার্জিং প্রযুক্তির ক্ষেত্রেও হিরো সম্ভবত ব্যবহার করবে LECCS চার্জিং স্ট্যান্ডার্ড, যা অ্যাথার এনার্জির সহযোগিতায় তৈরি। এটি দ্রুত এবং কার্যকর চার্জিং নিশ্চিত করবে।

Also Read: বিক্রিতে তোলপাড়! রয়্যাল এনফিল্ডের এই মডেলের চাহিদা সর্বাধিক

Advertisements

EICMA ২০২৫-এ Vida Concept Ubex-এর সঙ্গে আরও দেখা যাবে Vida VX2 ইলেকট্রিক স্কুটার এবং ২০২৪ সালে প্রদর্শিত দুইটি কনসেপ্ট ডার্ট বাইক — Concept Lynx এবং Concept Acro। এর মাধ্যমে হিরো মোটোকর্প স্পষ্ট করে দিচ্ছে যে তারা শুধু ইলেকট্রিক স্কুটারেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং পূর্ণাঙ্গ ইলেকট্রিক মোটরসাইকেল সেগমেন্টেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে প্রস্তুত।

হিরোর এই নতুন উদ্যোগকে শিল্প বিশেষজ্ঞরা দেখছেন ভারতের ইলেকট্রিক বাইক ইন্ডাস্ট্রিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে। এতদিন পর্যন্ত ভিডা ব্র্যান্ড মূলত স্কুটার কেন্দ্রিক হলেও, Ubex কনসেপ্ট দেখাচ্ছে হিরোর ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিস্তৃত ও উচ্চাভিলাষী। এটি শুধু নতুন প্রযুক্তির নয়, বরং হিরোর ডিজাইন দর্শনেরও এক নতুন অধ্যায় উন্মোচন করছে — যেখানে আধুনিকতা, পারফরম্যান্স ও পরিবেশবান্ধবতা একসাথে মিলিত হয়েছে।

কবে আত্মপ্রকাশ

নভেম্বরের ৪ তারিখে ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA ২০২৫-এ যখন Vida Ubex কনসেপ্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে, তখন সেটি নিঃসন্দেহে হয়ে উঠবে ইলেকট্রিক মোটরসাইকেল দুনিয়ার অন্যতম আলোচিত আকর্ষণ। Hero MotoCorp-এর এই পদক্ষেপ কেবল তাদের ইলেকট্রিক যাত্রার নতুন অধ্যায় নয়, বরং ভারতের টু-হুইলার শিল্পের ভবিষ্যৎকেও নতুন দিশা দেখাবে।