EICMA-তে Hero আনছে চার-চারটি টু হুইলার, যার মধ্যে একটি ই-স্কুটার, রইল তালিকা

আগামী সপ্তাহেই ইতালির মিলান খ্যাত EICMA বাইকের বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। যাকে ঘিরে নানান চমকপ্রদ সব…

Hero will reveal 4 two-wheeers in EICMA

আগামী সপ্তাহেই ইতালির মিলান খ্যাত EICMA বাইকের বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। যাকে ঘিরে নানান চমকপ্রদ সব মোটরসাইকেল আত্মপ্রকাশের জন্য মুখিয়ে রয়েছে। উক্ত মঞ্চে দেশের বৃহত্তম টু হুইলার কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp) ইলেকট্রিক স্কুটার সহ চারটি নতুন মডেলের লঞ্চ নিশ্চিত করেছে। সেগুলি কোন বাইক বা স্কুটার, তা জানায়নি সংস্থা। তবে অনুমানের উপর ভিত্তি করে চারটি নতুন মডেলের কথা বলা যায়। চলুন সেই তালিকাটি একনজরে দেখে নেওয়া যাক। 

Hero Xpulse 210

   

Hero তাদের নতুন Xpulse 210 লঞ্চ করছে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। Xpulse 200 4V-এর সাফল্য দেখে আরও বড় ইঞ্জিনের সঙ্গে বাইকটি আনতে উদ্যোগী হয়েছে সংস্থা। এতে ব্যবহার করা হয়েছে একটি ২১০ সিসি, লিকুইড কুল্ড, DOHC ইঞ্জিন। মোটরের সঙ্গে সংযুক্ত থাকবে ৬-গতির গিয়ার। এছাড়া নতুন চ্যাসিস, ডুয়েল পারপাস টায়ারে ভর করে ছুটবে বাইকটি। এছাড়া এতে দীর্ঘতর ট্রাভেল সাসপেনশনেথ দেখা মিলতে পারে।

Hero Karizma XMR 250

হিরোর আইকনিক বাইক Karizma সিরিজ এবার তাৎপর্যপূর্ণ আপডেট পেতে চলেছে। সাম্প্রতিক ফাইল করা পেটেন্টে হিরো একটি নতুন মডেলের কথা উল্লেখ করেছে। যার নাম Karizma XMR 250। এতে রয়েছে রিডিজাইন ফেয়ারিং, ফুয়েল ট্যাঙ্ক এবং আপগ্রেডেড সাসপেনশন। 

হিরোর ২৫০ সিসি ইঞ্জিন সহ আসবে এই মোটরবাইক। বাজার চলতি মডেলের ২১০ সিসি ইঞ্জিন থেকে ৯,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৪ বিএইচপি শক্তি এবং ৭,২৫০ আরপিএম গতিতে ২০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে সঙ্গ দিতে থাকবে ৬-স্পিড গিয়ার। ফলে Karizma সংস্থার সর্বাধিক শক্তিশালী মোটরসাইকেল হতে চলেছে। 

Hero 2.5R Xtunt

অনুমান করা হচ্ছে, Hero তাদের গেল বার প্রদর্শিত কনসেপ্ট মডেল 2.5R Xtunt-এর উপর ভিত্তি করে একটি নতুন বাইক আনতে চলেছে। এটি আদপে Karizma XMR 250-র নেকেড ভার্সন। অ্যাঙ্গুলার বডি ওয়ার্ক যুক্ত এই স্ট্রিট ফোকাস বাইকে রয়েছে লো স্লাঙ্গ হেডলাইট এবং স্ট্রিপ ব্যাক কারিকুরি। লঞ্চের পর এই বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

এক বছরের ওয়েটিং পিরিয়ড কমে মাত্র দু’মাস, Mahindra Thar-কে বিশেষ গুরুত্ব সংস্থার

Vida Electric Scooter

হিরোর সাব ব্র্যান্ড ভিডা, একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হতে চলেছে। এটি বিদ্যমান V1 মডেলের নতুন ভ্যারিয়েন্ট হতে পারে। বর্তমানে স্কুটারটির দুটি ভ্যারিয়েন্ট বাজারে উপলব্ধ রয়েছে – V1 Pro ও Plus। EICMA-তে আরো একটি নতুন মডেল আত্মপ্রকাশ করতে চলেছে বলেই মনে করা হচ্ছে।