HF Dawn-কে অনুসরণ করে হিরো আনছে নয়া কমিউটার বাইক, কেমন হবে দেখুন

ভারতের কমিউটার বাইক সেগমেন্টে  হিরো মোটোকর্প (Hero MotoCorp) দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়ে আসছে। নিজেদের সেই জায়গা হাতছাড়া করতে একেবারেই নারাজ সংস্থা। ক্রেতাদের উদ্যমে যাতে ভাটা…

Hero-HF-Dawn

ভারতের কমিউটার বাইক সেগমেন্টে  হিরো মোটোকর্প (Hero MotoCorp) দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়ে আসছে। নিজেদের সেই জায়গা হাতছাড়া করতে একেবারেই নারাজ সংস্থা। ক্রেতাদের উদ্যমে যাতে ভাটা না পড়ে, সেজন্য একটি নতুন মোটরসাইকেল আনার প্রস্তুতি আরম্ভ করেছে হিরো। প্রসিদ্ধ কমিউটার বাইক Hero HF Dawn-এর অবিকল ডিজাইনের একটি মডেলের টেস্টরান চালাতে দেখা গেল। যদিও মডেল দুটির মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য বর্তমান। 

নয়া বাইকটির হেডলাইট, ক্যামোফ্লেজে মোড়ানো ফুয়েল ট্যাঙ্ক এবং সিঙ্গেল পিস সিট HF Dawn-এর সঙ্গে অনুরূপ হলেও পেছনের দুপাশের নক্শা সামান্য ভিন্ন। পুরনো Dawn-এ উপস্থিত টিউবুলার গ্র্যাবরেলটি এবারে স্লিক ডিজাইন পেতে চলেছে। আবার স্পোক হুইলের বদলে থাকছে অ্যালয় হুইল।

   

যদিও বাইকটির টেললাইট, উন্মুক্ত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড প্যানেল এবং স্লোপার ইঞ্জিন Dawn-এর ন্যায় দেখতে। Dawn একটি ৯৭.২ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে ছোটে। এর আউটপুট ৮.২ বিএইচপি শক্তি এবং ৮ এনএম টর্ক। রয়েছে ফোর স্পিড গিয়ারবক্স। জানিয়ে রাখি, Hero Splendor-এ এই একই ইঞ্জিন থাকলেও এর আউটপুট ৭.৯১ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক। 

Nissan Magnite কিনুন 1.25 লক্ষ ছাড়ে, শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড়

হিরো মোটোকর্পের (Hero MotoCorp) টেস্ট বাইকে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার স্প্রিংয়ের দেখা পাওয়া গেছে। আবার রয়েছে ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক এবং অ্যালয় হুইল। প্রসঙ্গত, হিরোর পোর্টফোলিওতে বর্তমানে পাঁচটি কমিউটার বাইক রয়েছে – HF 100, HF Deluxe and Splendor-এর তিনটি ট্রিম (Splendor Plus, Splendor Plus Xtec, and Splendor Plus Xtec 2.0)। প্রতিটিতেই উপস্থিত একই ইঞ্জিন। আবার হার্ডওয়্যারের দিক থেকেও এগুলি সমান। টেস্ট বাইকটি দর্শনের দিক থেকে রেট্রো গোত্রের। এর দাম ১ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে।