হিরো মোটোকর্প আনছে নতুন ১২৫ সিসি বাইক, থাকছে ক্রুজ কন্ট্রোল ও টিএফটি ডিসপ্লে

ভারতের দুই চাকার বাজারে আবারও নয়া সংযোজন আনতে চলেছে হিরো মোটোকর্প। সংস্থা টিজার প্রকাশ করে জানিয়েছে যে তাদের আসন্ন 125cc কমিউটার মোটরসাইকেল ১৯ আগস্ট ২০২৫-এ…

Hero MotoCorp teases its upcoming 125cc commuter motorcycle

ভারতের দুই চাকার বাজারে আবারও নয়া সংযোজন আনতে চলেছে হিরো মোটোকর্প। সংস্থা টিজার প্রকাশ করে জানিয়েছে যে তাদের আসন্ন 125cc কমিউটার মোটরসাইকেল ১৯ আগস্ট ২০২৫-এ বাজারে আত্মপ্রকাশ করবে। সংস্থা মডেলটি বাজারজাত করছে “ভারতের সবচেয়ে ফিউচারিস্টিক ১২৫ সিসি বাইক” হিসাবে। টিজারে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে বাইকটিতে একাধিক আধুনিক ডিজিটাল ফিচার দেওয়া হবে, যেমন টিএফটি ডিসপ্লে, এলইডি টেল ল্যাম্প এবং এলইডি ইন্ডিকেটর। ফলে এবার ১২৫ সিসি সেগমেন্টে প্রযুক্তিগত আপগ্রেডের ইঙ্গিত আরও স্পষ্ট হল।

হিরো মোটোকর্প-এর কোন মডেল আসছে বাজারে

শিল্পমহলের ধারণা, এই নতুন বাইকটি হতে পারে হিরো গ্ল্যামার X 125। কিছু স্পাই শটে দেখা গেছে বাইকটিতে শুধু কসমেটিক আপডেট নয়, বড়সড় প্রযুক্তিগত পরিবর্তনও আসতে চলেছে। এতে দেওয়া হতে পারে ক্রুজ কন্ট্রোল ও রাইডিং মোডের মতো ফিচার, যা এই ইঞ্জিন ক্যাপাসিটিতে প্রায় অকল্পনীয়। এছাড়াও TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার স্মার্টফোন কানেক্টিভিটি ও ন্যাভিগেশন অ্যাসিস্ট্যান্স সাপোর্ট করতে পারে বলে জানা যাচ্ছে।

   

গাড়ির জিএসটি হারে বিরাট ধস! হ্যাচব্যাক মডেলের কর নামতে পারে ১৮ শতাংশে

ডিজাইন ও ফিচার

চেহারার দিক থেকেও এই মোটরসাইকেলে নতুনত্ব আসতে চলেছে। শার্প স্টাইলিং, নতুন ট্যাঙ্ক শ্রাউড, আপডেটেড গ্রাফিক্স ও অ্যাঙ্গুলার টেল সেকশন বাইকটিকে করবে আরও আধুনিক। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মনোশক সাসপেনশন এবং অ্যালয় হুইল থাকলেও এগুলোর ডিজাইনে পরিবর্তন দেখা যাবে। ফলে আগের থেকে অনেকটাই আকর্ষণীয় ও আক্রমণাত্মক চেহারা পেতে চলেছে এই বাইক।

ভারতের 125cc সেগমেন্ট বর্তমানে সবচেয়ে প্রতিযোগিতামূলক বিভাগগুলির মধ্যে একটি। টিভিএস রেইডার ও হোন্ডা SP 125 ইতিমধ্যেই এই সেগমেন্টে ডিজিটাল ইন্সট্রুমেন্টেশন, ব্লুটুথ কানেক্টিভিটি ও LED লাইটিংয়ের মতো প্রিমিয়াম ফিচার এনেছে। তবে যদি হিরো সত্যিই এই মডেলে ক্রুজ কন্ট্রোল ও রাইডিং মোডের মতো ফিচার দেয়, তবে এটি হবে এই সেগমেন্টে একেবারেই প্রথম।

Advertisements

ইঞ্জিন ও পারফরম্যান্স

মেকানিক্যালি, নতুন মোটরসাইকেলে থাকবে 124.7cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা বর্তমান গ্ল্যামারের ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি। এর পাওয়ার আউটপুট ১০ থেকে ১১ বিএইচপি-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ফোকাস থাকবে ফুয়েল এফিসিয়েন্সি ও রাইডিং কমফোর্টের ওপর।

বর্তমানে Hero Glamour Xtec-এর দাম ₹৯০,৪৭২ থেকে ₹৯৫,২২০ (এক্স-শোরুম) এর মধ্যে, আর স্ট্যান্ডার্ড গ্ল্যামারের দাম শুরু হয় ₹৮৭,২০০ থেকে। নতুন মডেলটি প্রিমিয়াম ফিচারে ভরপুর হওয়ায় এর দাম আরও কিছুটা বেশি হতে পারে। অনুমান করা হচ্ছে এর এক্স-শোরুম মূল্য প্রায় ₹১.০৩ লাখে নির্ধারণ করা হবে। এতে এটি টিভিএস রেইডার ও হোন্ডা SP 125-এর প্রতিদ্বন্দ্বী হলেও প্রিমিয়াম 125cc সেগমেন্টে নিজের জায়গা করে নিতে সক্ষম হবে।