Hero MotoCorp আনছে পারফরম্যান্স ইলেকট্রিক বাইক, এ বছরই বাজারে আসবে

ভারতীয় টু হুইলারের বাজারে ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সেই তুলনায় খানিক পিছিয়ে বৈদ্যুতিক মোটরবাইক। বাজারে এর দৃষ্টান্তমূলক চাহিদা এখনও নেই বললেই চলে।…

Hero MotoCorp, Zero Motorcycles jointly working on performance electric bike

ভারতীয় টু হুইলারের বাজারে ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সেই তুলনায় খানিক পিছিয়ে বৈদ্যুতিক মোটরবাইক। বাজারে এর দৃষ্টান্তমূলক চাহিদা এখনও নেই বললেই চলে। তবুও বর্তমানে বেশ কিছু মডেল বাজারে উপলব্ধ রয়েছে। ভবিষ্যতে ই-বাইকের বিক্রি বাড়াতে এবার ময়দানে নামতে চলেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এবারে জিরো মোটরসাইকেলের (Zero Motorcycle) সঙ্গে যৌথ উদ্যোগে ব্যাটারি চালিত বাইক বাজারে আনবে সংস্থা।

অ্যাক্টিভা ইলেকট্রিক নিয়ে বড় পরিকল্পনা হোন্ডা’র, ডেলিভারি কবে দেখুন

২০২৬-এ বাজারে আসবে মডেলটি। প্রধানত মাঝারি ওজনের পারফরম্যান্স মোটরসাইকেল সেগমেন্টে আনা হবে। এই পারফরম্যান্স ইলেকট্রিক বাইকটির উন্নয়ন এখন উন্নত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে, এটি Vida ব্র্যান্ডের অধীনে আসবে নাকি Zero ব্র্যান্ডে, তা এখনও স্পষ্ট নয়।

Hero MotoCorp-এর প্রিমিয়াম ইলেকট্রিক বাইক সেগমেন্টে প্রবেশের পরিকল্পনা

হিরো মোটোকর্প (Hero MotoCorp) স্পষ্টতই প্রিমিয়াম ইলেকট্রিক বাইক সেগমেন্টে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। যেখানে বর্তমানে Ultraviolette F77 রয়েছে। তবে, F77 খুব বেশি ক্রেতা আকর্ষণ করতে পারেনি। সেজন্য কোম্পানি বাইকটি আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

বয়স ১৬-র কম? ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করলেই দিতে হবে মোটা জরিমানা

Advertisements

গত কয়েক বছর ধরে হিরো মটোকর্প প্রিমিয়াম বাইকের দিকে যথেষ্ট মনোযোগ দিয়েছে। কোম্পানিটি প্রিমিয়াম বাইক বিক্রির জন্য নতুন শোরুম চালু করেছে। Vida ব্র্যান্ডের ক্ষেত্রেও তারা ক্রেতাদের একটি উন্নত বিক্রয় অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। তবে পারফরম্যান্স পেট্রোল বাইকের ক্ষেত্রে হিরো এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেনি।

হিরো মটোকর্প (Hero MotoCorp) এবং জিরো মোটরসাইকেলের এই উদ্যোগ ভারতের ইলেকট্রিক বাইক সেগমেন্টে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। ২০২৬ সালের মধ্যে এই নতুন পারফরম্যান্স ইলেকট্রিক বাইকটির আত্মপ্রকাশ হলে, এটি ভারতের বাইকপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।