Hero MotoCorp এই জনপ্রিয় বাইকের এবার নতুন অবতার আনছে, কেমন হবে দেখুন

হিরো মোটোকর্প-এর (Hero MotoCorp) নজর এখন প্রিমিয়াম মোটরসাইকেলের দিকে। এবারে সংস্থা আরও এক নতুন মডেল আনার প্রস্তুসি শুরু করেছে। এটি হচ্ছে একটি নতুন স্ক্র্যাম্বলার বাইক।…

Hero Mavrick 440 based scrambler

short-samachar

হিরো মোটোকর্প-এর (Hero MotoCorp) নজর এখন প্রিমিয়াম মোটরসাইকেলের দিকে। এবারে সংস্থা আরও এক নতুন মডেল আনার প্রস্তুসি শুরু করেছে। এটি হচ্ছে একটি নতুন স্ক্র্যাম্বলার বাইক। যা সংস্থার Mavrick 440-এর উপর ভিত্তি করে আসবে। ইতিমধ্যেই বাইকটির ডিজাইন পেটেন্ট দায়ের করেছে কোম্পানি। আসন্ন EICMA-র মঞ্চে এটি লঞ্চ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও আরও একাধিক মডেল উক্ত মঞ্চে হাজির করতে চলেছে হিরো। 

   

কেনার খরচ কম, ছট পুজোর দিন বাজার সরগরম করতে আসছে নতুন ই-বাইক

ফাঁস হওয়া ছবি থেকে বলা যায়, আসন্ন মোটরসাইকেলটি Mavrick 440-এর উপর ভিত্তি করে আসলেও দুই মডেলের মধ্যে বিস্তর ফারাক নজরে পড়বে। যেমন বাইকদ্বয়ের হ্যান্ডেলবার আলাদা। এখনকার মডেলে থাকছে একটি ব্রেস। এছাড়া ছোট ফ্লাইস্ক্রিনের দেখা মিলবে। তবে হেড ল্যাম্প ও ইন্ডকেটর অভিন্ন হবে।

হিরো মোটোকর্প-এর (Hero MotoCorp)  দুই বাইকের ফুয়েল ট্যাঙ্ক সমান হলেও ট্যাঙ্ক শ্রাউড হবে ভিন্ন। আবার আলাদা পজিশন ও ফুটপেগের মাধ্যমে এর রাইডিং পজশনে পার্থক্য আনা হতে পারে। আবার পেছনের ডিজাইনেও থাকবে বিস্তর ফারাক। শক্তির উৎস হিসাবে দেখা মিলবে Mavrick 440-এর ৪৪০ সিসি, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিনের। এটি থেকে ৬,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরকে সঙ্গ দিতে রয়েছে ৬-গতির গিয়ারবক্স। 

Honda Activa Electric বৈদ্যুতিক স্কুটারের বাজারে Ola, TVS-এর ঘুম কাড়বে, নতুন বছরেই লঞ্চ

হিরো মোটোকর্প-এর (Hero MotoCorp)  আসন্ন বাইকে দেওয়া হতে পারে ট্রেলিস ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্য়াবজর্বার। আবার এতে এলইডি লাইটের দেখা মিলতে পারে। ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, নোটিফিকেশন অ্যালার্ট এবং ফোন ব্যাটারি স্টেটাস ভেসে উঠবে। 

প্রসঙ্গত, অনুমান করা হচ্ছে, এবছর হিরো একাধিক বাইকের উপর থেকে পর্দা সরাবে। যার মধ্যে থাকতে পারে XPulse 210, Xtreme 250R এবং Karizma 250। সম্প্রতি XPulse 210-এর একটি টিজারও প্রকাশ করা হয়েছে। আবার বাকি দুই বাইকের পেটেন্ট ডিজাইন দায়ের করেছে সংস্থা। এছাড়া ভিডা ব্র্যান্ডের আওতায় একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে হিরো।