Hero Karizma সম্প্রতি ভারতের বাজারে নতুন ভার্সনে হাজির হয়েছে। এদিকে EICMA 2024-এ বেশ কয়েকটি ২৫০ সিসি বাইক প্রদর্শন করেছিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এই মডেলগুলির মধ্যে ছিল Karizma XMR 250 এবং Xtreme 250R। পরবর্তীতে এক ইভেন্টে XPulse 421-এর টিজারও প্রকাশ করেছিল সংস্থা। যার ডিজাইন পেটেন্ট সম্প্রতি দায়ের করেছে হিরো। তারা এবারে আরও একটি বাইকের পেটেন্ট ফাইল করেছে। দেখে মনে করা হচ্ছে, এটি Karizma-র বড় সংস্করণ। বাইকটির নামকরণ Hero Karizma 421 করা হতে পরে বলে অনুমান করা হচ্ছে।
Triumph Rocket 3 Evel Knievel আত্মপ্রকাশ করল, এই বিশেষ ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাবে বাইকটি
Hero Karizma 421 আসছে
পেটেন্ট ছবি দেখে বোঝা যাচ্ছে যে নতুন মোটরসাইকেলটি একটি সেমি-ফেয়ার্ড ডিজাইন নিয়ে আসবে এবং এতে স্পোর্টস ট্যুরার ধরনের এরগোনমিক্স থাকবে। বর্তমানে Karizma-ই হিরোর একমাত্র মোটরসাইকেল যা সেমি-ফেয়ারিং ডিজাইনে উপলব্ধ। এই কারণেই অনুমান যে নতুন মোটরসাইকেলটি Karizma-র বৃহত্তর সংস্করণ হতে চলেছে। পাশাপাশি, এটি সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল হিসাবেও আত্মপ্রকাশ করবে।
Hero Karizma 421-এর হ্যান্ডেলবার ফ্ল্যাট এবং এতে একটি মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সিটটি সিঙ্গেল-পিস এবং পেটেন্ট ইমেজে দেখা যায় যে একটি কাউল রয়েছে, যা ব্র্যান্ডের তরফ থেকে জেনুইন অ্যাক্সেসরিজ হিসাবে অফার করা হবে। বাইকের ফ্রেমটি উন্মুক্ত এবং এতে আপসোয়েপ্ট এগজস্ট রয়েছে, পিছনের অংশটি উঁচু করা হয়েছে।
নতুন Pulsar আসছে! প্রকাশিত টিজারে ইঞ্জিন ও ফিচার সম্পর্কে ইঙ্গিত
ব্রেকিংয়ের দায়িত্ব সামলাবে সামনের ও পিছনের ডিস্ক ব্রেক এবং এতে ডুয়েল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) উপলব্ধ থাকবে। মোটরসাইকেলটিতে অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছ। ফলে টিউবলেস টায়ার থাকবে এবং স্ট্যান্ডার্ড হিসেবে সমস্ত এলইডি (LED) লাইটিং দেওয়া হবে।
নতুন ইঞ্জিনটি XPulse 421-এর থেকে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি একটি 421 সিসি, লিকুইড-কুলড ইঞ্জিন যা প্রায় ৪০ বিএইচপি সর্বাধিক শক্তি এবং ৪৫ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স থাকবে এবং এতে স্লিপার ক্লাচও দেওয়া হবে।
Ola S1 Pro-র চাইতে কোন অংশে কম নয়! স্টাইল ও পারফরম্যান্সে নজর কাড়ে 5টি ই-স্কুটার
যদিও এখনও পর্যন্ত নতুন Hero Karizma 421-এর লঞ্চের তারিখ জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে প্রথমে Xtreme 250R এবং Karizma XMR 250 লঞ্চ করা হবে। এরপর XPulse 421 বাজারে আনা হবে এবং নতুন মোটরসাইকেলটি হবে সংস্থার অন্তিম বড় লঞ্চ। প্রসঙ্গত, হিরোর নতুন এই উদ্যোগ ভারতীয় মোটরসাইকেল বাজারে বড় সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।