Hero MotoCorp আগামী উত্সবের মরশুমে লঞ্চ করতে চলেছে তাদের জনপ্রিয় কমিউটার বাইক Hero Glamour 125-এর নতুন প্রজন্মের মডেল। সম্প্রতি বাইকটির রাস্তায় পরীক্ষা চালানোর সময় ক্যামেরাবন্দি হয়েছে, যার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে এসেছে। বাইকটির পুরো বডি কভার করা থাকলেও, সুইচগিয়ার ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থেকে বেশ কিছু নতুন ফিচারের আভাস পাওয়া গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল – ক্রুজ কন্ট্রোল ফিচার।
Hero Glamour 125-এ প্রথমবার ক্রুজ কন্ট্রোল ফিচার
ক্রুজ কন্ট্রোল সাধারণত বড় ও প্রিমিয়াম বাইকে দেখা যায়, যেখানে এটি হাইওয়েতে দীর্ঘক্ষণ একই গতিতে বাইক চালাতে সাহায্য করে। তবে Hero তাদের এই ১২৫ সিসির Glamour বাইকে প্রথমবার এই প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে। যদিও শহরের মধ্যে কম গতিতে চলাচলের ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তবুও হাইওয়েতে এটি সুবিধাজনক হবে বলেই ধারণা।
অনুমান করা হচ্ছে, Hero এই ফিচার Glamour 125-এ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে পরে Xpulse 210 বা Maverick 440-এর মতো বড় বাইকে তা চালু করতে পারে। ক্রুজ কন্ট্রোল টগল সুইচটি দেওয়া হয়েছে বাইকের ডানদিকে, ইগনিশন বাটনের নিচে।
Shine 100 DX-এর সঙ্গে হোন্ডার আরও এক নতুন বাইকের আগমন, তরুণদের আকৃষ্ট করবে
নতুন Hero Glamour 125-এ সম্পূর্ণ নতুন LCD ইন্সট্রুমেন্ট কনসোল দেখা গিয়েছে, যেটি দেখতে অনেকটা Karizma XMR ও Xtreme 250R-এর মতো। এই ডিসপ্লেটি Bluetooth কানেক্টিভিটি সমর্থন করে এবং এতে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, এসএমএস ও কল অ্যালার্টস ফিচার থাকবে।
কনসোলের নিচে থাকছে একটি USB চার্জিং পোর্ট, যা চলতি পথে ফোন বা অন্যান্য ডিভাইস চার্জ করার সুবিধা দেবে। বাঁ দিকের সুইচগিয়ারটিও সম্পূর্ণ নতুন ডিজাইনের, যেখানে LCD স্ক্রিনটি পরিচালনার জন্য আলাদা বাটন রাখা হয়েছে। বাইকটির পুরো বডি কভার করা থাকায় ধারণা করা হচ্ছে, নতুন ডিজাইন আপডেট নিয়ে আসা হচ্ছে ২০২৫-এর Glamour 125-এ।
ইঞ্জিন ও হার্ডওয়্যার
যদিও বাইকটির বৈশিষ্ট্য ও ডিজাইনে বড় পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে, কিন্তু ইঞ্জিন ও চেসিসে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এখনকার Glamour 125 স্ট্যান্ডার্ড ও Xtec – এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যায়। বর্তমানে এই বাইকের দাম ₹৮৭,০০০ থেকে ₹৯০,৪৯৮ (এক্স-শোরুম, দিল্লি)। নতুন ফিচার যুক্ত Glamour 125 এর দাম বর্তমান Xtec ট্রিমের থেকে সামান্য বেশি হতে পারে বলে অনুমান।
Hero Glamour 125 দীর্ঘদিন ধরেই ভারতে এক জনপ্রিয় কমিউটার বাইক হিসেবে পরিচিত। ২০২৫ সালের আপডেটেড মডেলটি শুধুমাত্র ফিচারসমৃদ্ধ নয়, ক্রুজ কন্ট্রোলের মতো নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ১২৫ সিসি সেগমেন্টে প্রতিযোগিতাকে আরও উত্তপ্ত করে তুলবে। উত্সবের মরশুমে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকায় Hero-র বাইকপ্রেমী গ্রাহকদের জন্য এটি হতে পারে একটি বড় চমক।