পুজোর মরসুমে লঞ্চ হতে চলেছে Hero Glamour 125, নতুনত্ব কী থাকছে?

Hero MotoCorp তাদের 125সিসি সেগমেন্টকে আরও শক্তিশালী করতে নিয়ে আসছে নতুন Hero Glamour 125, যা আগামী মাসেই বাজারে আসতে পারে। সম্প্রতি কোম্পানির উন্নয়ন ও গবেষণা…

2025 Hero Glamour 125 Spied With Cruise Control

Hero MotoCorp তাদের 125সিসি সেগমেন্টকে আরও শক্তিশালী করতে নিয়ে আসছে নতুন Hero Glamour 125, যা আগামী মাসেই বাজারে আসতে পারে। সম্প্রতি কোম্পানির উন্নয়ন ও গবেষণা সেন্টারের ভিতরে এই মোটরসাইকেলটিকে টেস্টিং চালাতে দেখা গিয়েছে। ছবিগুলি দেখে স্পষ্ট যে এটি কেবলমাত্র একটি ছোট আপডেট নয়, বরং পরবর্তী প্রজন্মের মডেল।

ক্রুজ কন্ট্রোল যুক্ত Hero Glamour 125

সম্পূর্ণ ক্যামোফ্লেজ অবস্থায় ধরা পড়লেও, কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে। নতুন Hero Glamour 125-এ থাকছে নতুন সুইচগিয়ার ও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে প্রথমবারের মতো দেখা গিয়েছে ক্রুজ কন্ট্রোল বাটন। এই টগল বাটনটি ইগনিশন বাটনের নিচে, ডান দিকের সুইচগিয়ারে সংযুক্ত করা হয়েছে। বাম দিকের সুইচগিয়ারও নতুন, যেখানে রয়েছে LCD স্ক্রিন নেভিগেশন বাটন—যা Karizma XMR 210 ও Xtreme 250R-এর মতো।

   

নতুন LCD স্ক্রিনটি ব্লুটুথ সাপোর্ট করবে এবং এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এসএমএস ও কল অ্যালার্ট সুবিধা থাকবে। এছাড়াও থাকবে ইউএসবি চার্জিং পয়েন্ট স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে। বাইকের বডিওয়ার্ক লুকোনো থাকায় ধারণা করা হচ্ছে, ডিজাইনে বড় পরিবর্তন আনা হয়েছে।

Advertisements

বিরাট ইঞ্জিনে বিক্রম দেখাবে Royal Enfield Himalayan 750! EICMA 2025-এ আত্মপ্রকাশ

ইঞ্জিন অপরিবর্তিত, তবে দামে বৃদ্ধির সম্ভাবনা

যদিও বাইকের হার্ডওয়্যার অপরিবর্তিত থাকতে পারে, তবুও এত উন্নত ফিচার এবং নতুন ডিজাইনের কারণে দামে বড়সড় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। এই নতুন মডেলটি বর্তমান Hero Glamour 125-কে প্রতিস্থাপন করবে এবং বাজারে প্রধান প্রতিদ্বন্দ্বী Honda CB Shine-এর কাছ থেকে শেয়ার কেড়ে নেওয়াই হিরোর মূল লক্ষ্য।