ইলেকট্রিক বাইক আনার তালিকায় এবার হিরো, কেমন ফিচার থাকছে রইল খুঁটিনাটি

ইদানিং ইলেকট্রিক সেগমেন্টে টু হুইলারের চাহিদা বেড়েই চলেছে। যার মধ্যে সচেয়ে বেশি বিক্রি হয় ইলেকট্রিক স্কুটারের। বাজারে বৈদ্যুতিক মোটরসাইকেলের অপশন তুলনামূলক কম থাকার জন্য এর বেচাকেনাও কম। তবে হালফিলে বেশ কয়েকটি কোম্পানি ইলেকট্রিক বাইক (Electric Bike) আনার বিষয়ে উদ্যোগ নিচ্ছে। যার মধ্যে অন্যতম ওলা ইলেকট্রিক (Ola Electric)। স্বাধীনতা দিবসে সংস্থা তাদের প্রথম ই-বাইক লঞ্চ করেছে। এবারে সেই পথের পথিক হতে চলেছে ভারতের বৃহত্তম টু হুইলার কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp)। 

Hero MotoCorp আনছে ইলেকট্রিক বাইক

   

জানা গিয়েছে, মার্কিন ইলেকট্রিক ভেহিকেল পার্টনার জিরো মোটরসাইকেলস-এর (Zero Motorcycles) সঙ্গে হাত মিলিয়ে ব্যাটারিচালিত মোটরসাইকেল উন্নয়নের কাজ চালাচ্ছে হিরো। আসন্ন মডেলটি আদপে একটি মিনি-বাইক। শহুরে রাস্তায় চলার জন্য আদর্শ হবে এটি।

সম্প্রতি ফাঁস হওয়া ছবিতে মিনি বাইকটির পেটেন্ট নকশা দেখা গেছে। দর্শনের দিক থেকে এটি Honda Grom-এর ন্যায়। আমেরিকার কোম্পানিটি চাইছে সারা বিশ্বকে তাদের প্রযুক্তির স্বাদ দিতে। পেটেন্ট ইমেজে থেকে এটি স্পষ্ট যে, এই মিনি বাইকে রিমুভেবল ব্যাটারি দেওয়া হচ্ছে। এদিকে বর্তমানে জিরো-র সমস্ত মডেলে রয়েছে ফিক্সড ব্যাটারি। আসলে ক্রেতাদের ব্যাটারি খুলে যে কোন জায়গায় চার্জ দেওয়ার সুবিধা প্রদান করতেই নতুন সিদ্ধান্ত সংস্থার। 

দুই চমকপ্রদ রঙে বাজারে এল হার্লে-ডেভিডসনের সস্তার বাইক, কেনা যাবে আগের দামেই

এখনও পর্যন্ত, হিরো’র আসন্ন মিনি ইলেকট্রিক বাইকের প্রসঙ্গে বিশেষ কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে শীঘ্রই এর সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে। এদিকে এই মোটরসাইকেলের ভারতে লঞ্চের সম্ভাবনা নেই বললের চলে। কারণ এত ছোট বাইক এদেশের জন্য নির্মাণ করা হচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের। এর আগে Honda Navi মিনি বাইক বাজারে এসেছিল। কিন্তু সেভাবে ক্রেতাদের মনে দাগ কাটতে পারেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন