আধুনিকতায় ক্রেতাদের মন ভোলাবে, বাজারে আসছে নতুন Hero Destini 125 Xtec

বর্তমানে ১২৫ সিসি সেগমেন্টে একটি নতুন প্রজন্মের স্কুটার আনার প্রস্তুতি শুরু করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এবারে সংস্থার হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125…

Hero Destini xtec will be launched

বর্তমানে ১২৫ সিসি সেগমেন্টে একটি নতুন প্রজন্মের স্কুটার আনার প্রস্তুতি শুরু করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এবারে সংস্থার হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125 Xtec) স্কুটারটি নয়া ভার্সনে আসছে। শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে মডেলটি। সম্প্রতি প্রকাশিত একটি টিজারে Destini 125 Xtec-এর কিয়দংশ সামনে এনেছে হিরো। ডিজাইনের দিক থেকে এটি আগের তুলনায় বেশি আধুনিক। আবার যোগ করা হতে পারে বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স। চলুন স্কুটারটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক-এর সামনে বৃহৎ অ্যাপ্রন নজরে পড়েছে। অ্যাপ্রনের একদম নীচের দিকে জুড়ে রয়েছে টার্ন ইন্ডিকেটর। কপার ক্রোম কালারের ফ্রন্ট অ্যাপ্রনের সঙ্গে রয়েছে মিরর। এটিও ক্রোম ফিনিশ। আবার সাইড প্যানেলে ও টেল সেকশনেও একই রঙ দেখা গেছে। সবচেয়ে বড় বিষয়, পেছনে টার্ন ইন্ডিকেটর এখন খানিকটা উঁচুতে প্রতিস্থাপন করা হয়েছে। 

   

ডেস্টিনি ১২৫ এক্সটেক-এ রয়েছে H-আকৃতির ডিআরএল সহ এলইডি হেডলাইট। একটি সমন্বিত ব্যাকরেস্ট সহ একটি পিলিয়ন গ্র্যাবরেল। এতে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন। 

ডিস্ক ব্রেক সহ লঞ্চ হল হিরোর বাজারে কাঁপানো বাইক, দাম কত?

শক্তির উৎস হিসেবে ডেস্টিনি ১২৫ এক্সটেক-এ থাকছে একটি ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ৭,০০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ১২ ইঞ্চি হুলেই সঙ্গে দেওয়া হবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশন। 

বাজারে হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক-এর (Hero Destini 125 Xtec) প্রতিপক্ষ হিসেবে রয়েছে TVS Jupiter 125, Suzuki Access 125 এবং Honda Activa 125। বাইকটির দাম ৮০,০০০ থেকে ৮৫,০০০ টকা ধার্য করা হতে পারে। স্কুটারটির নির্দিষ্ট লঞ্চের দিনক্ষণ এখনও জানা যায়নি।