অগস্টের শুরুতে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ নিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ভারতের বৃহত্তম টু হুইলার নির্মাণকারী সংস্থাটি রাজধানী দিল্লিতে প্রথম তাদের ‘প্রিমিয়া’ স্টোর উদ্বোধন করেছে বলে জানাল। এটি দিল্লির সুপরিচিত গাড়ির-তালুক ‘নারাইনা ইন্ডাস্ট্রিয়াল’ অঞ্চলে খোলা হয়েছে। এই স্টোরের বিশেষত্ব কী, চলুন জেনে নেওয়া যাক।
এই প্রিমিয়া স্টোরে বিভিন্ন গোত্রের মোট ৮টি টু হুইলার প্রদর্শিত হবে। জানা গিয়েছে, Hero, VIDA ও Harley-Davidson-এর হরেক মডেল পাওয়া যাবে এখানে। অর্থাৎ এখান থেকে সংস্থার ইলেকট্রিক স্কুটারও কেনা যাবে। প্রিমিয়াম মোটরসাইকেলের বিক্রি বাড়াতে এটি হিরোর কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষেজ্ঞরা।
প্রিমিয়াম স্টোরের সম্প্রসারণ
হালফিলে হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে তাদের প্রিমিয়াম শোরুমের দ্রুত সম্প্রসারণ ঘটিয়ে চলেছে। বর্তমানে এদেশের ৩৫-এর বেশি শহরে তাদের ৪০-টির বেশি প্রিমিয়া স্টোর রয়েছে। এখান থেকে ক্রেতাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনরকম খামতে যাতে না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখছে কোম্পানি।
পুলিস ও ডিফেন্স কর্মীদের জন্য দারুণ খবর, Nissan এই গাড়িতে দিচ্ছে ১.৫৩ লাখ ছাড়
প্রসঙ্গত, হিরো প্রিমিয়া স্টোরগুলি আধুনিকতার ছোঁয়া ও আবেদনময়ী রূপে গড়ে তোলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এখানে ডিজিটাল প্রযুক্তি উপলব্ধ রয়েছে। এছাড়া থাকবেন প্রযুক্তি বিশেষজ্ঞদের দল। তাই মোটরসাইকেল কেনার ক্ষেত্রে ক্রেতাদের কোনরকম অসুবিধায় পড়তে হবে না।
Recent Comments