Monday, December 8, 2025
HomeBusinessAutomobile Newsভারতে লঞ্চ হল নতুন Harley-Davidson X440 T, ডিজাইনে বিরাট বদল

ভারতে লঞ্চ হল নতুন Harley-Davidson X440 T, ডিজাইনে বিরাট বদল

- Advertisement -

ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Harley-Davidson X440 T। মোটরসাইকেলটির একমাত্র ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 2.79 লাখ টাকা (এক্স-শোরুম)। এই বাইকটি চারটি কালার অপশনে পাওয়া যাবে— পার্ল ব্লু, পার্ল রেড, পার্ল হোয়াইট এবং ভিভিড ব্ল্যাক।

X440-এর ডিজাইনে সবচেয়ে বেশি সমালোচিত অংশ ছিল এর টেইল সেকশন। তবে X440 T সেই সমস্যার বড় সমাধান হয়ে হাজির হয়েছে। নতুন করে সাব-ফ্রেম ও টেইল সেকশনের ডিজাইন করা হয়েছে যাতে পুরো বাইকটি আরও প্রিমিয়াম এবং ব্যালেন্সড লুক পেয়েছে। ফলস্বরূপ, আগের মডেলের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় লাগছে নতুন X440 T।

   

Harley-Davidson X440 T: ফিচারে বড় আপগ্রেড

হার্লে-ডেভিডসন এক্স440 টি-তে ফিচার লেভেলেও বেশ কয়েকটি নতুন সংযোজন করা হয়েছে। বাইকটিতে রয়েছে ride-by-wire throttle যা থ্রটল রেসপন্সকে আরও সুনির্দিষ্ট করে। সঙ্গে আছে সুইচেবল ট্রাকশান কন্ট্রোল এবং sসুইচেবল রিয়ার এবিএস, যা রাইডারকে বিভিন্ন পরিস্থিতিতে আরও নিরাপদ নিয়ন্ত্রণ প্রদান করবে।

এছাড়াও নতুন করে যুক্ত হয়েছে দুটি রাইড মোড — Road ও Rain। রাস্তার অবস্থা অনুযায়ী রাইডার সহজেই মোড বদলে নিতে পারবেন, বিশেষ করে বর্ষাকালে Rain মোড রাইডিংকে আরও নিরাপদ করবে।

সবচেয়ে চমকপ্রদ সংযোজন হল সেগমেন্টের প্রথম প্যানিক ব্রেকিং অ্যালার্ট সিস্টেম, যেখানে জরুরি ব্রেক প্রয়োগ করলে বাইকের সব ইন্ডিকেটর স্বয়ংক্রিয়ভাবে ব্লিঙ্ক করে টেইলিং ট্রাফিককে সতর্ক বার্তা দেবে। এটি রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি কমাতে বড় ভূমিকা নেবে।

ইঞ্জিন ও পারফরম্যান্সে উন্নত অভিজ্ঞতা দেবে

যদিও ডিজাইন ও ফিচার আপডেটে বড় পরিবর্তন আনা হয়েছে, তবে মেকানিকালি X440 T আগের X440 মডেলের মতোই। এতে আগের মতোই ব্যবহৃত হয়েছে 440cc এয়ার/অয়েল-কুল্ড ইঞ্জিন, যা 27 বিএইচপি পাওয়ার এবং 38 এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত রয়েছে 6-স্পিড গিয়ারবক্স, যা হাইওয়ে রাইডিংকে করে তোলে আরামদায়ক। ইঞ্জিন পারফরম্যান্স অপরিবর্তিত থাকলেও রাইড-বাই-ওয়্যার এবং ট্র্যাকশন কন্ট্রোল যুক্ত হওয়ায় রাইড কোয়ালিটিতে উন্নতি মিলবে।

বুকিং শীঘ্রই শুরু, ডেলিভারি আসছে

নতুন হার্লে-ডেভিডসন এক্স440 টি-এর বুকিং শুরু হবে 7 ডিসেম্বর থেকে। হার্লে-ডেভিডসন এবং হিরো প্রিমিয়া ডিলারশিপের মাধ্যমে পুরো ভারতের গ্রাহকেরা বুকিং করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ডেলিভারিও শুরু হবে।

Harley-Davidson X440 T আগের মডেলের ডিজাইন দুর্বলতাকে দূর করে আরও আধুনিক সেফটি ও রাইডিং ফিচার যুক্ত করে বাজারে পা রাখল। আকর্ষণীয় দাম, শক্তিশালী ইঞ্জিন এবং নতুন প্রযুক্তির যৌথ সমন্বয় X440 T-কে মিডওয়েট সেগমেন্টে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

প্রসঙ্গত, ভারতীয় রাইডারদের কাছে এটি নিঃসন্দেহে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করা হচ্ছে। যদি এই সেগমেন্টে প্রিমিয়াম স্টাইল ও পারফরম্যান্সের সমন্বয় খোঁজেন, তবে নতুন X440 T হতে পারে আপনার পরবর্তী রাইডিং পার্টনার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular