জিএসটি বাড়লেও আগের দামেই মিলবে এই হার্লে-ডেভিডসন বাইক

সম্প্রতি ৩৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের ওপর GST হার ২৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী, এই বৃদ্ধির ফলে বাইকের দামে বড়সড়…

Harley-Davidson X440

সম্প্রতি ৩৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের ওপর GST হার ২৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী, এই বৃদ্ধির ফলে বাইকের দামে বড়সড় পরিবর্তন হওয়ার কথা ছিল। বিশেষ করে Harley-Davidson X440-এর ক্ষেত্রে দাম প্রায় ২০,০০০ পর্যন্ত বাড়তে পারত। কিন্তু গ্রাহকদের স্বস্তি দিয়ে Hero MotoCorp ঘোষণা করেছে, তারা আপাতত বাড়তি GST-র বোঝা গ্রাহকের ওপর চাপিয়ে দেবে না।

Harley-Davidson X440: বর্তমান মূল্য

বর্তমানে হার্লে-ডেভিডসন X৪৪০-এর এক্স-শোরুম মূল্য (দিল্লি) রয়েছে ২.৪০ লাখ টাকা। GST বৃদ্ধির পর দাম বাড়ানোর সুযোগ থাকলেও Hero MotoCorp সিদ্ধান্ত নিয়েছে এই খরচ নিজেরাই বহন করবে। ফলে উৎসবের মরসুমে ক্রেতারা একই দামে এই প্রিমিয়াম মোটরসাইকেলটি কেনার সুযোগ পাচ্ছেন।

   

গত দুটি কোয়ার্টারে X৪৪০-এর বিক্রি মোটামুটি ভালোই হয়েছে। অপরদিকে, Hero-র আরেকটি ৪৪০ সিসি মডেল Mavrick ৪৪০ বাজারে ভালো সাড়া না পাওয়ায় বন্ধ করতে হয়েছে। এই অভিজ্ঞতার পর সংস্থাটি বুঝতে পেরেছে যে দামের বৃদ্ধি সরাসরি বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই উৎসবের মরসুমে বিক্রির গতি বজায় রাখতে এবং গ্রাহকদের আকৃষ্ট করতে Hero MotoCorp দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রাহকদের জন্য ইতিবাচক পদক্ষেপ

Advertisements

Hero MotoCorp-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে গ্রাহকবান্ধব। যেহেতু দাম বাড়ানো হয়নি, তাই সম্ভাব্য ক্রেতাদের জন্য এটি একটি সুযোগ—এখনই শোরুমে গিয়ে বাইক কেনার উপযুক্ত সময়। সংস্থাটি এখনও স্পষ্ট করে জানায়নি এই দাম কতদিন বজায় থাকবে বা পরে তা পরিবর্তিত হবে কিনা। তবে আপাতত গ্রাহকেরা নিশ্চিন্তে একই দামে বাইকটি কিনতে পারবেন।

বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে Hero MotoCorp-এর এই কৌশল নিঃসন্দেহে কার্যকর। বাড়তি ট্যাক্সের বোঝা নিজেদের কাঁধে নিয়ে তারা কেবল বিক্রি বজায় রাখতেই নয়, বরং ব্র্যান্ডের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতেও সক্ষম হবে। তাই উৎসবের এই সময়ে Harley-Davidson X440 কেনার পরিকল্পনা থাকলে এখনই সেরা সময়। কারণ ভবিষ্যতে দাম অপরিবর্তিত থাকবে কিনা, সে ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা নেই।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News