পুলিস ও ডিফেন্স কর্মীদের জন্য দারুণ খবর, Nissan এই গাড়িতে দিচ্ছে ১.৫৩ লাখ ছাড়

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বহুজাতিক গাড়ি নির্মাতা নিসান (Nissan), তাদের একটি জনপ্রিয় মডেলে লোভনীয় ছাড় ঘোষণা করল। এটি হচ্ছে নিসান ম্যাগনাইট (Nissan Magnite)। তবে ছাড় পাওয়ার…

Nissan-Magnite

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বহুজাতিক গাড়ি নির্মাতা নিসান (Nissan), তাদের একটি জনপ্রিয় মডেলে লোভনীয় ছাড় ঘোষণা করল। এটি হচ্ছে নিসান ম্যাগনাইট (Nissan Magnite)। তবে ছাড় পাওয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে একটি শর্ত রয়েছে। কী শুনবেন? 

এই অফার কেবলমাত্র ডিফেন্স, সেন্ট্রাল মিলিটারি এবং রাজ্য পুলিস কর্মীদের জন্যই আনা হয়েছে। এই সমস্ত সরকারি কর্মীরা গাড়িটি কিনলে সর্বাধিক ১.৫৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। মডেলটির বর্তমান বাজারমূল্য ৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। 

   

নিসান তাদের এই অফারের নাম দিয়েছে ‘ফ্রিডম অফার’। জানিয়ে রাখি, CSD AFD পোর্টালের মধ্যমে ডিফেন্সের কর্মীরা নিসান ম্যাগনাইট কিনলে ছাড়ের সুযোগ পাবেন। বেস মডেল XE কিনতে এখন খরচ পড়ে ৫,৯৯,৯০০ টাকা (এক্স-শোরুম)। কিন্তু ১,০০,৯০০ টাকা ডিসকাউন্ট ধরে এটির দাম কমে হয়েছে ৪,৯৯,০০০ টাকা। 

Nissan Magnite ‘ফ্রিডম অফার’

ডিফেন্স, সেন্ট্রাল মিলিটারি এবং রাজ্য পুলিস কর্মীদের হাতে সস্তায় গাড়ির চাবি তুলে দেওয়ার অভিপ্রায়ে সেই ২০২০ থেকে এই অফার নিয়ে আসছে কোম্পানি। এমনকি ক্রেতাদের বুকিং ও ডেলিভারির ক্ষেত্রে যাতে কোনরকম সমস্যায় পড়তে না হয়, সেজন্য হেল্পডেস্ক চালু করেছে সংস্থা। 

Magnite XL-এর এক্স-শোরুম মূল্যের উপর সর্বোচ্চ ১,৬৪,০১০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে সিএসডি পোর্টালে মডেলটির দাম ৭,০৪,০০০ টাকা থেকে কমে হয়েছে ৫,৩৯,৯৯০ টাকা। আবার টপ স্পেক ভ্যারিয়েন্ট Magnite XV এর দাম ৭,৮২,০০০ টাকা থেকে হ্রাস পেয়ে হয়েছে ৬,২৯,০০০ টাকা।

সেন্ট্রাল প্যারামিলিটারি এবং রাজ্য পুলিস কর্মীদের জন্য অফার

সেন্ট্রাল প্যারামিলিটারি এবং রাজ্য পুলিস কর্মীরা এই বিশেষ ছাড় ‘কেন্দ্রীয় পুলিস কল্যাণ ভান্ডার’ থেকে পাবেন। টপ ভ্যারিয়েন্ট Magnite XE AMT ও Magnite GEZA CVT-তে যথাক্রমে ৬৫,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এগুলির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৫,৯৪,৯০০ টাকা ও ৯,০৯,০০০ টাকা (এক্স-শোরুম)।

BMW-র বাইক কেনার স্বপ্ন আছে? অগস্টে এই দুই সস্তার মডেলে চলছে অফার

Nissan Magnite : পাওয়ারট্রেন

নিসান ম্যাগনাইট দুটি পেট্রোল ইঞ্জিন বিকল্পের সাথে বেছে নেওয়া যায়। একটি ১.০ লিটার ন্যাচেরালি অ্যাস্পিরেটেড ইঞ্জিন, যার আউটপুট ৭২ এইচপি। এতে উপলব্ধ একটি ৫-গতির এমটি বা এএমটি। এবং একটি টার্বোচার্জড সংস্করণ, যা ১০০ এইচপি উৎপন্ন করে। এটি সিভিটি এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে বেছে নেওয়া যায়। ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে মডেলটির মাইলেজ ১৭.৭ কিমি/লিটার থেকে ২০ কিমি/লিটার পর্যন্ত।