অগস্টের শেষে এসে এসইউভি গাড়ি ক্রেতাদের জন্য খুশির খবর শোনাল হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। একজোড়া গাড়িতে লোভনীয় ছাড়ের কথা ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। মডেল দুটি হচ্ছে – Hyundai Venue ও Exter। কোম্পানি জানিয়েছে, এই দুই গাড়িতে যথাক্রমে ৭০,৬২৯ টাকা এবং ৩২,৯৭২ টাকার বেনিফিট ধার্য করা হয়েছে। উভয় গাড়িই অ্যাক্সেসরিজ প্যাক সহ অফার করা হয়।
Hyundai Venue-তে এখন ২১,৬২৮ টাকার অ্যাক্সেসরিজ প্যাক মাত্র ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ডার্ক ক্রোমের সঙ্গে রয়েছে ডোর-সাইড মল্ডিং, একটি 3D বুট ম্যাট, ডার্ক ক্রোমে টেইল ল্যাম্প গার্নিশ এবং প্রিমিয়াম ডুয়েল-লেয়ার ম্যাট।
অন্যদিকে Hyundai Exter-এ ১৭,৯৭১ টাকার অ্যাক্সেসরিজ প্যাক মাত্র ৪,৯৯৯ টাকায় ফার করা হচ্ছে। এতে উপস্থিত 3D বুট ম্যাট, নেক রেস্ট ও কুশন কিট, টুইন হুড স্পুক এবং পিয়ানো ব্ল্যাকের আউটসাইড রিয়ারভিউ মিরর।
করেন সামান্য দেহরক্ষীর কাজ, কিনে বসলেন 1.40 কোটি টাকার Range Rover, কে ইনি?
Hyundai Venue ও Exter-এর দাম
Hyundai Venue-এর বর্তমান বাজারমূল্য ৭.৯৪ লক্ষ টাকা থেকে শুরু করে ১৩.৪৮ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। আবার Hyundai Exter কিনতে খরচ পড়ে ৬.১৩ লক্ষ টাকা থেকে ১০.৪৩ লক্ষ টাকা। উভয়ই এক্স-শোরুম মূল্য অনুযায়ী।
উল্লেখ্য, হুন্ডাইয়ের (Hyundai) এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়িটি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।