Hyundai-এর এই দুই গাড়ি কিনলেই লোভনীয় ছাড়, শোরুমে হুড়োহুড়ি ক্রেতাদের

অগস্টের শেষে এসে এসইউভি গাড়ি ক্রেতাদের জন্য খুশির খবর শোনাল হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। একজোড়া গাড়িতে লোভনীয় ছাড়ের কথা ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। মডেল দুটি হচ্ছে – Hyundai Venue ও Exter। কোম্পানি জানিয়েছে, এই দুই গাড়িতে যথাক্রমে ৭০,৬২৯ টাকা এবং ৩২,৯৭২ টাকার বেনিফিট ধার্য করা হয়েছে। উভয় গাড়িই অ্যাক্সেসরিজ প্যাক সহ অফার করা হয়। 

Hyundai Venue-তে এখন ২১,৬২৮ টাকার অ্যাক্সেসরিজ প্যাক মাত্র ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ডার্ক ক্রোমের সঙ্গে রয়েছে ডোর-সাইড মল্ডিং, একটি 3D বুট ম্যাট, ডার্ক ক্রোমে টেইল ল্যাম্প গার্নিশ এবং প্রিমিয়াম ডুয়েল-লেয়ার ম্যাট।

   

অন্যদিকে Hyundai Exter-এ ১৭,৯৭১ টাকার অ্যাক্সেসরিজ প্যাক মাত্র ৪,৯৯৯ টাকায় ফার করা হচ্ছে। এতে উপস্থিত 3D বুট ম্যাট, নেক রেস্ট ও কুশন কিট, টুইন হুড স্পুক এবং পিয়ানো ব্ল্যাকের আউটসাইড রিয়ারভিউ মিরর।

করেন সামান্য দেহরক্ষীর কাজ, কিনে বসলেন 1.40 কোটি টাকার Range Rover, কে ইনি?

Hyundai Venue ও Exter-এর দাম

Hyundai Venue-এর বর্তমান বাজারমূল্য ৭.৯৪ লক্ষ টাকা থেকে শুরু করে ১৩.৪৮ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। আবার Hyundai Exter কিনতে খরচ পড়ে ৬.১৩ লক্ষ টাকা থেকে ১০.৪৩ লক্ষ টাকা। উভয়ই এক্স-শোরুম মূল্য অনুযায়ী।

উল্লেখ্য, হুন্ডাইয়ের (Hyundai) এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়িটি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন