XTurismo, বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের দাম জানেন?

এবার বাজারে এল ফ্লাইং বাইক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশ্বের প্রথম উড়ন্ত বাইককে আকাশে উড়তে দেখা গিয়েছে। বিশ্বের প্রথম উড়ন্ত বাইক প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে।…

short-samachar

এবার বাজারে এল ফ্লাইং বাইক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশ্বের প্রথম উড়ন্ত বাইককে আকাশে উড়তে দেখা গিয়েছে। বিশ্বের প্রথম উড়ন্ত বাইক প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। প্রথম বায়ুবাহিত বাইক, XTurismo, একটি হোভারব্যাক। ২০২২ সালে ডেট্রয়েট অটো শো-তে বাইকটিকে হাওয়ায় উড়তে দেখা যায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে বাইকের ভিডিও।

   

বিশ্বের প্রথম উড়ন্ত বাইক হল XTURISMO, ৪০ মিনিটে উড়তে সক্ষম এই অনন্য বাইক। এর গতি ৬২ প্রতি ঘণ্টা। ২০২১ সালের অক্টোবরে এটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম যে বাইকটি দেখা গিয়েছিল, তার নাম দেওয়া হয়েছে ‘ল্যান্ড স্পিডার ফর দ্য ডার্ক সাইড’।

XTURISMO, বিশ্বের প্রথম এয়ার-ফ্লাইং বাইক, জাপানের AERWINS Technologies দ্বারা উন্নত করা হয়েছে। সংস্থাটি জাপানে XTURISMO তৈরি করেছে। আমরা যদি XTurismo এর দাম সম্পর্কে কথা বলি, এটি বর্তমানে ৭৭০,০০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।