বিগত কয়েকমাসে ভারতের বাজারে ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে বেচাকেনা ওঠানামার চিত্র সামনে এসেছে। যেখানে বিশ্ববাজারে এর বিক্রিতে পতন ঘটেছে। যদিও এদেশে বৈদ্যুতিক টু হুইলার গোটা ইভি সেক্টরকে নেতৃত্ব দিয়ে চলেছে। জুলাইয়ে এর বিক্রি ব্যাপক বেড়েছিল। এদিকে গতকাল থেকে আবার ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Days Sale) শুরু হয়েছে। ই-কমার্স সংস্থার এই অফারকে কাজে লাগাতে চাইছে বেশিরভাগ কোম্পানি। পুজোর আগে বিক্রি বাড়িয়ে নিতে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। দেশের মধ্যে সর্বাধিক বিক্রিত তিনটি ইলেকট্রিক স্কুটারে কত ছাড় পাওয়া যাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক।
Flipkart Big Billion Days Sale: Ola S1 Pro
এমনিতে ফ্ল্যাগশিপ মডেল Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারটির মূল্য ১,৩৪,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল থেকে এটি ১,১৬,৪৯৯ টাকায় কেনা যাচ্ছে। এতে ১০,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গে রয়েছে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩,০০০ টাকার ছাড় এবং সর্বনিম্ন ১,৭৫০ টাকার ইএমআই। এছাড়াও আছে ৬ শতাংশ ডিসকাউন্ট কুপন।
Flipkart Big Billion Days Sale: Chetak 3202
বাজাজ অটো সম্প্রতি চেতকের দুটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। বর্তমানে এর তিনটি ভ্যারিয়েন্ট বিক্রি করা হয়। এগুলি হল – 2903, 3202 ও Premium। এর মধ্যে মিড স্পেক ভ্যারিয়েন্ট 3202-কে বিগ বিলিয়ন ডে সেলের আওতায় আনা হয়েছে। এর এক্স-শোরুম মূল্য ১,১৫,০১৮ টাকা। অফারে এটি ক্রেতাদের কাছে ৯৭,৯৯৯ টাকায় তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৮,৫১৯ টাকার ছাড়। আবার নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৮,৫০০ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
Speed 400-এর পর এবার Scrambler 400 X-এও চমক আনতে চলেছে Triumph, পাচ্ছে দারুণ আপডেট
Flipkart Big Billion Days Sale: Ather 450 Apex
Ather 450 লাইনআপের মধ্যে Ather 450 Apex হচ্ছে ফ্ল্যাগশিপ মডেল। বর্তমানে জনপ্রিয় এই ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম মূল্য ১,৯৪,৯৯৮ টাকা। অন-রোডে যা দুই লাখ পার করে যায়। কিন্তু এখন এটি ১,৮২,৪৪৬ টাকা অফারে প্রাইসে (Flipkart Big Billion Days Sale) বেছে নেওয়া যাচ্ছে।